ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পর ইংল্যান্ডে পেশাদার ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তরের লিগ হলো ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ বা ইএফএল চ্যাম্পিয়নশিপ। সাধারণত প্রিমিয়ার লিগের প্রতি মৌসুমে সর্বনিম্নের তিনটি দল রেগলিগেটেড হয়ে এই লিগে আসে। আর চ্যাম্পিয়নশপের শীর্ষ দুটি দল প্রমোশন পেয়ে প্রিমিয়ার লিগে জায়গা করে নেয়।
ইপিএলের ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল লেস্টার সিটি। এরপর কয়েক মৌসুম ভালো খেললেও ২০২২-২৩ মৌসুমে এসে রেলিগেটেড হয়ে দ্বিতীয় সারির লিগে ডিমোশন হয় হামজা চৌধুরীরদের। তবে চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলে ২ ম্যাচ হাতে রেখেই প্রমোশন পেয়ে প্রিমিয়ার লিগে ফিরেছে দলটি।
চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো লেস্টার সিটি ও লিডস ইউনাইটেড। তবে গতকাল রেঞ্জার্সের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে লিডস। যার ফলে ২ ম্যাচ হাতে রেখেই ৪ পয়েন্ট এগিয়ে থেকে প্রমোশন পেয়েছে হামজা চৌধুরীরা।
৪৪ ম্যাচে খেলে টেবিলের শীর্ষে থাকা লেস্টারের পয়েন্ট ৯৪। অপরদিক ৪৫ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে লিডস ইউনাইটেড। যার ফলে লেস্টারকে ছোয়ার সুযোগ নেই লিডসের।
এদিকে তিনে থাকা ইপসউইচ টাউনের ৪৩ ম্যাচে ৮৯ পয়েন্ট। যেহেতু তাদের আরো তিন ম্যাচ বাকি তাই তাদের সামনে সুযোগ রয়েছে লিডস এবং লেস্টারকে টপকে শীর্ষে ফেরার।
চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল প্রমোশন পেয়ে প্রিমিয়ার লিগে জায়গা পাবে। লেস্টার সিটির জায়গা পাকা হওয়ায় লিডস ইউনাইটেড ও ইপসউইচ টাউনের মধ্যে যেকোনো একটি দল ইপিএলে জায়গা করে নেবে।
আরও পড়ুন: আর্জেন্টিনা জিতলো ৫ গোলে, ব্রাজিলের জয় ৩ গোলে (ভিডিও)
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৪/বিটি