গতকাল চিপকের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। টানা দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছে রুতুরাজের দল। এদিকে গেল কিছু ম্যাচে নিজের সেরা ছন্দে না থাকা মুস্তাফিজ দারুন ভাবে ফিরে এসেছেন দলের জয়ের রাতে।
এদিন ঘরের মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নামে চেন্নাই। এদিন শুরু থেকে ঝড়ো ব্যাটিংয়ে চেন্নাইয়ের স্কোরবোর্ডে জমা হয় ২১২ রান। একটুর জন্য সেঞ্চুরি মিস করেছেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ। জবাবে ব্যাট করতে নেমে মুস্তাফিজ-দেশপান্ডের বোলিং তোপে ১৩৪ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।
বড় রান ডিফেন্ড করার পথে ২.৫ ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচের ১৯তম ওভারে শাহবাজ আহমেদ ও জয়দেব উনদকাটকে ফিরিয়ে আইপিএলের সেরা বোলারের তালিকায় দুই নম্বরে উঠে এলেন তিনি। শীর্ষে থাকা জসপ্রীত বুমরাহর সমান ১৪ উইকেট এখন ফিজের ঝুলিতে।
সকল সমালোচনাকে পাশ কাটিয়ে এই ম্যাচে দারুন বোলিং করেছেন মুস্তাফিজ। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ভক্তদের উদ্দেশ্যে ফিরে আসার বার্তা দিলেন তিনি। ম্যাচের দুটি ছবি আপলোড করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কীভাবে আমাদের পতন হয় তা নয়, এটা হলো কীভাবে আমরা ফিরে আসি।’
দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটাতে থাকা মুস্তাফিজের এবারের আইপিএল যাত্রা শেষ হবে শীঘ্রই। জাতীয় দলের ব্যস্ততা থাকায় আগামী ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। চিপকের মাঠে সে ম্যাচে আরও কিছু উইকেট শিকার করে ফিজের সামনে সুযোগ রয়েছে বুমরাহকে পেছনে ফেলার।
আরও পড়ুন: দেশে ফেরার আগে পার্পল ক্যাপ ফিরে পাবেন মুস্তাফিজ?
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৪/এফএএস