ঢাকা প্রিমিয়ার লিগে সুপার সিক্স পর্বে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির পরিচালনায় খেলতে আপত্তি জানায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ নিয়ে নেট দুনিয়ায় চলে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড়। অনেকে গণমাধ্যম সরাসরি আঙ্গুল তুলেছিল দুই দলের একাধিক ক্রিকেটারের দিকে।
এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাম্পায়ার্স কমিটির সভাপতি গোড়া থেকে আগা পর্যন্ত বিস্তারিত জানিয়েছেন। তবে এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বস নাজমুল হাসান পাপন এই বিষয়ে তেমন কিছু জানেন না বলে জানিয়েছেন। গতকাল রোববার বিসিবির আম্পায়ারস কমিটির সভাপতি ইফতিখার রহমান মিঠু এই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
মিঠু গণমাধ্যমকে জানান, ‘বিষয়টি যেমন তার চেয়ে অনেক বড় করে দেখানো হচ্ছে। আসলে বিষয়টি এমন ছিল, প্রথমে যখন মোহামেডাম-প্রাইম ব্যাংকের ম্যানেজার জেসিকে দেখে তখন তারা বলে সুপার সিক্সের মত গুরুত্বপূর্ণ ম্যাচে কেনো অনভিজ্ঞ আম্পায়ার দিয়ে খেলানো হবে? এই জন্য তারা জেসির ম্যাচ পরিচালনার বিষয়ে আপত্তি জানায়।’
এই ঘটনায় জাতীয় দলের কিছু ক্রিকেটারের নাম উঠে আসার বিষয়ে মিঠু বলেন, ‘মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম- তাদেরই তো কলিগ (জেসি)। তারা সমসাময়িক সময়ে খেলা শুরু করেছে। তারা কিন্তু অভিনন্দন জানিয়েছে (জেসিকে), ওয়েলকাম করেছে তাকে। এই ঘটনাটিকে অনেকে বলেছে, খেলোয়াড়েরা নাকি নারী আম্পায়ারের অধীনে খেলবে না। এই ব্যাপারে আমার কাছে কোন তথ্য আসেনি, আর কেউ বলেওনি।
আম্পায়ার্স কমিটির এই প্রধান আরও জানান, ‘অফিসিয়ালি এই বিষয়ে (জেসির বিষয়ে) কেউ তেমন কিছুই বলেনি। সবার একই কথা ছিল এই আম্পায়ার দিলাম কেন? নিয়ম অনুসারে আম্পায়ার পরিবর্তন করা যাবে না। ক্রিকেট বোর্ড সিসিডিএমের নিয়ম স্থির থাকবে।এই ঘটনাকে বিভিন্ন প্রত্রিকা বিভিন্ন ভাবে উপস্থাপন করছে।’
তবে জেসিকে অনভিজ্ঞ বলতে নারাজ মিঠু। তিনি বলেন, ‘জেসি কখনই অনভিজ্ঞ আম্পায়ার না। সে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণি সহ সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়াও জেসিকে ভারতের সিনিয়র প্লেয়ারদের এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও ম্যাচ নিয়ন্ত্রণ করতেও আমরা দেখেছি।’
জেসিকে আম্পায়ার দেওয়ার ব্যাপারে অন্য এক যুক্তি দেখিয়েছেন মিঠু, ‘আমরা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দিচ্ছি, আগামীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আমরা নারী আম্পায়ারদের প্রস্তুত করতে চাই। যাতে বিশ্বকাপে আমাদের নারী আম্পায়ারাও সুযোগ পায়। আইসিসি পর্যবেক্ষণ করে এরা কখন কোথায় কী করছে। আমরা যদি বাংলাদেশে এদের লিস্ট এ ম্যাচে আম্পায়ারিং না করাই তাহলে তারা ইন্টারন্যাশনাল ম্যাচে সুযোগ পাবে না।’
আরও পড়ুন: দেশে ফেরার আগে পার্পল ক্যাপ ফিরে পাবেন মুস্তাফিজ?
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৪/এইচআই/এফএএস