চলমান আইপিএলের ৪৬ তম ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। তবে শীর্ষে থেকেও পার্পল ক্যাপ পাচ্ছেন না কাটার মাস্টার।
সাধারণত আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিকে সেরার স্বীকৃতি স্বরূপ পার্পল ক্যাপ দেওয়া হয়। এক্ষেত্রে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজও এই ক্যাপের দৌড়ে ছিলেন।
টুর্নামেন্টের শুরুর দিকে দারুণ বোলিং করে পার্পল ক্যাপ নিজের করে নিয়েছিলেন কাটার মাস্টার। তবে মাঝে কয়েকটি ম্যাচে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি এই টাইগার পেসার। খরুচে বোলিংয়ের পাশাপাশি অন্যান্য বোলারদের চেয়ে উইকেটেও কম শিকার করেন তিনি।
এর ফলে মুস্তাফিজকে ছাপিয়ে পার্পল ক্যাপ পাওয়ার দৌড়ে এগিয়ে যায় অন্যান্য বোলাররা। আর বর্তমানে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরাহ।
তবে গতকাল (২৮ এপ্রিল) চেন্নাই তাদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি। সেই ম্যাচে হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই।
দলের জয়ের দিনে বল হাতে দারুণ ছিলেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। ২.৫ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান খরচায় ২টি উইকেট শিকার করেছেন তিনি। আর তাতেই ১৪ উইকেট নিয়ে বুমরাহকে ছুয়ে ফেলেছেন এই টাইগার পেসার। তবে বুমরাহকে ছুলেও পার্পল ক্যাপ উদ্ধার করতে পারেননি তিনি।
মূলত বোলিং ইকোনমি ও উইকেট প্রতি রান খরচার দিক থেকে বুমরাহ এগিয়ে থাকার কারণেই পার্পল ক্যাপ তার কাছেই রয়ে গেছে।
চলতি আইপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে বোলিং করে ৯.৭৬ ইকোনমিতে ২৯৬ রান দিয়েছেন মুস্তাফিজ। যেখানে প্রতিটি উইকেটের পেছনে গড়ে ২১.১৪ রান খরচ করেছেন তিনি।
অন্যদিকে বুমরাহ ৯ ম্যাচে বোলিং করে ৬.৬৪ ইকোনমিতে ২৩৯ রান খরচ করেছেন। প্রতিটি উইকেটের পেছনে তিনি রান দিয়েছেন ১৭.০৭ গড়ে। আর এসব দিক থেকে এগিয়ে থাকার কারণেই এখনো পার্পল ক্যাপের মালিক এই ভারতীয় পেসার।
এদিকে ১৪ উইকেট নিয়েও পার্পল ক্যাপের দৌড়ে মুস্তাফিজের চেয়ে পিছিয়ে রয়েছেন হার্শাল প্যাটেল। কারণ ৯ ম্যাচ খেলে ওভারপ্রতি ১০.১৯ রান খরচায় ১৪ উইকেট শিকার করেছেন এই পাঞ্জাব পেসার।
আরও পড়ুন: দেশে ফেরার আগে পার্পল ক্যাপ ফিরে পাবেন মুস্তাফিজ?
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৪/বিটি