Connect with us
ফুটবল

ফুটবলে নতুন ইতিহাস, পুরুষদের ম্যাচে তিনজনই নারী রেফারি

3 women referee serie a
প্রথমবারের মতো সিরি আতে পুরুষদের ম্যাচে তিনজনই নারী রেফারি। ছবি- গার্ডিয়ান

নারী-পুরুষ সমতার বিশ্ব গড়ার লক্ষ্যে ক্রীড়াঙ্গন বেশ এগিয়ে রয়েছে। যখন বাংলাদেশে নারী আম্পায়ার নিয়ে আপত্তির খবর প্রকাশ হয়েছে, তখন নতুন ইতিহাস তৈরি করেছে ইতালির ফুটবল লিগ সিরি আ। পুরুষদের ফুটবল ম্যাচের তিন রেফারিই রেখেছে নারী। প্রথমবারের মতো এই ইতিহাস তৈরি হয়েছে সিরি আতে।

পুরুষদের ফুটবল ম্যাচ পরিচালনায় নারী এমন খবর নতুন নয়। কিন্তু ইউরোপের শীর্ষ সারির লিগে ম্যাচ রেফারি ও দুই লাইন্সম্যানের তিনজনই নারী-এমন কখনো দেখা যায়নি। গত দিনের খেলায় ইন্টার মিলান ও তোরিনোর মধ্যে ম্যাচে ঘটেছে এই ঘটনা।

ওই ম্যাচে বাশি বাজিয়ে ম্যাচ পরিচালনায় প্রধান রেফারি ছিলেন মারিয়া সোলে ফেরিয়েরি। দুই লাইনে দৌড়ে পতাকা হাতে সহকারী রেফারির ভূমিকায় তাকে সাহায্য করার জন্য ছিলেন আরও দুই নারী তিজিয়ানা ত্রাসকিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্তে। আর এই তিনজনই ইতালিয়ান সিরি আতে নতুন ইতিহাস হয়ে গেছেন।

এর আগে সিরি আতে আরও ৯টি ম্যাচ পরিচালনা করেছিলেন ৩৩ বছর বয়সী ফেরিয়েরি কাপুতি। গতকালের ম্যাচটি ছিল তার দশম ম্যাচ।

এর আগে আরও একবার পুরুষদের ম্যাচে তিন নারী রেফারি দেখা গিয়েছিল। তবে সেটা প্রথম বিভাগের টুর্নামেন্ট ছিল না। ২০২২ সালে এই তিনজন নারীই ইতালির দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ম্যাচ পরিচালনা করেন।

আরও পড়ুন: ডিপিএলে সাকিবদের ম্যাচসহ আজকের খেলা (৩০ এপ্রিল ২৪)

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল