পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। এই সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। ওই তিন ম্যাচের টিকিকের মূল্য জানিয়েছে বিসিবি। ওই প্রথম তিন ম্যাচের খেলা দেখা যাবে, সর্বনিম্ন ২০০ টাকায়।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সিরিজের তিন ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করা হয়। যেখানে বলা হয়েছে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকা।
টিকিট কেনার জন্য আপনাকে যেতে হবে স্টেডিয়ামে। ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টারে বিক্রি হবে ম্যাচের টিকিট। অনলাইনে টিকিটের ব্যবস্থা রাখা হয়নি।
জানা গেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে সর্বনিম্ন ২০০ টাকা। পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা।
ক্লাব হাউসে বসে খেলা দেখতে হলে লাগবে ৫০০ টাকা। আন্তর্জাতিক স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডের। এই দুই স্পটে বসে খেলা দেখতে হলে লাগবে ১৫০০ টাকা।
আগামী ৩ মে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৫ ও ৭ মে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচ দুটি সন্ধ্যা ছয়টায় শুরু হলেও তৃতীয় ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। এরপর সিরিজ ফিরবে ঢাকায়। মিরপুরে হবে শেষ দুটি ম্যাচ।
প্রথম তিন ম্যাচের বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভীর ইসলাম।
আরও পড়ুন: সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানে জ্যোতিরা, আনন্দে মাতল শিক্ষার্থীরা
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৪/এজে