আজ (১ মে) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের আইপিএল আসর। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনিই শুধু খেলছেন। বল হাতে আছেন দুর্দান্ত ফর্মে। চেন্নাইয়ের হয়ে ৮ ম্যাচে সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন টাইগার পেসার।
অবশ্য তার পাশাপাশি আরও দু’জন চলতি আসরে যৌথভাবে ১৪ উইকেট নিয়েছেন। তাদের মধ্যে একজন মুম্বাই ইন্ডিয়ান্সের জশপ্রীত বুমরাহ, অপরজন পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল।
কিন্তু বোলিং ইকোনমিতে কম খরুচে হওয়ায় এই মুহুর্তে পার্পল ক্যাপ উঠেছে বুমরাহর মাথায়। আজই মুস্তাফিজের জন্য মোক্ষম সুযোগ বিদায় বেলায় আবারও পার্পল ক্যাপ নিজের দখলে নেওয়ার।
আজ রাত ৮ টায় ঘরের মাঠ এম. চিদাম্বরমে পাঞ্জাব কিংসকে আতিথেয়তা দেবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে একটি উইকেট পেলেই পার্পল ক্যাপ দখলে নিতে পারেন টাইগার পেসার।
তবে এক্ষেত্রেও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে পাঞ্জাবের পেসার হার্শাল প্যাটেল রয়েছে। হার্শালেরও সমান ১৪ উইকেট রয়েছে তাই আজ ভারতীয় পেসারের থেকে ১ উইকেট বেশি নিতে পারলেই পার্পল ক্যাপ ফের দখলে নিতে পারবেন মুস্তাফিজুর রহমান।
চিপকের স্লো উইকেটে ফিজের কাটার আর স্লোয়ার ডিলিভারি যে কতটা কার্যকরী সেটা তো নতুন করে বলার কিছু নেই। সবশেষ ম্যাচেও হায়দরাবাদের বিপক্ষে এই মাঠে ২ উইকেট নিয়েছিলেন টাইগার পেসার। তাই আজও ফিজের কাছে সমর্থকদের প্রত্যাশার পারদ কিছুটা বকশিই থাকবে।
এই ম্যাচের পরই মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা এবারের মতো শেষ হচ্ছে। চলতি আসরে চেম্নাইয়ের হয়ে আর মাঠ মাতাতে দেখা যাবে না ফিজকে।
কারণ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলার জোর সম্ভাবনা রয়েছে টাইগার কাটার মাস্টারের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে মুস্তাফিজকে না রাখলেও পরের দুই ম্যাচে তাকে খেলানো হতে পারে।
আরও পড়ুন: বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে কারা কারা থাকছেন?
ক্রিফোস্পোর্টস/১মে২৪/এমএস/বিটি