স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে গত তিন মৌসুম ধরে যেন রীতিমতো উড়ছেন দলের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। অথচ রিয়ালে যোগদানের পর শুরুটা খুব একটা ভালো কাটেনি তার। এরপর থেকেই লস ব্লাঙ্কোসদের হয়ে নিয়মিত গোল করে এবং করিয়ে দলের জয়ে রেখে যাচ্ছেন গুরুত্বপূর্ণ অবদান। এই যেমন গতকাল রাতেও ভিনির জোড়া গোলের সুবাদেই বায়ার্নের মাঠ থেকে ২-২ গোলের স্বস্তির ড্র নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
গতকাল চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমির প্রথম লেগে দুই গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আর এর মাধ্যমেই চ্যাম্পিয়নস লিগে রোনালদো-ডি ব্রুইনার রেকর্ডে সঙ্গী হয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
ইউসিএলের সেমিফাইনালে টানা তিন মৌসুমে গোল করা চতুর্থ ফুটবলার বনে গেছেন ভিনি। এই কীর্তি আছে আর মাত্র তিন জনের, তারা হলেন – জারি লিটমানেন, ক্রিস্টিয়ানো রোনালদো ও কেভিন ডি ব্রুইনার। মজার বিষয় এই কীর্তি গড়া চার জন ফুটবলারই তাদের ক্যারিয়ারে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পেয়েছেন।
গতকাল বায়ার্নের বিপক্ষে গোলসহ সবশেষ তিন মৌসুম সেমিফাইনালে গোল করেছেন ভিনি। এর মধ্যে ২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমে সিটির বিপক্ষে গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
ডি ব্রুইনা এই কীর্তি গড়েন ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমের সেমিতে গোল করার মধ্য দিয়ে। এর মধ্যে শেষ দুই বার তাদের শেষ চারের প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ।
আর প্রথমবারের মত এই কীর্তি গড়েছিলেন আয়াক্সের ফিনিশ তারকা ফুটবলার জারি লিটমানেন। ১৯৯৪-৯৫ থেকে ১৯৯৬-১৯৯৭ টানা তিন মৌসুমে গোল করেন লিটমানেন।
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কীর্তি এখানেই অনন্য। পর্তুগিজ তারকা একমাত্র ফুটবলার হিসেবে ইউসিএলে টানা চার মৌসুম সেমিফাইনালে গোল করেছেন। এই কীর্তি আর কোন ফুটবলারের নেই। লস ব্লাঙ্কোসদের হয়ে ২০১১-১২ থেকে ২০১৪-১৫ মৌসুম টানা চার সেমিতে গোল করেছিলেন পর্তুগিজ যুবরাজ।
তবে ইউসিএলে ২০২১-২২ মৌসুম থেকে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে অনেক রেকর্ডের একচ্ছত্র আধিপত্য করে যাচ্ছেন ভিনিসিয়ুস। এই সময়ে ইউসিএলে একশো’র বেশি ড্রিবল করা একমাত্র খেলোয়াড় ভিনি।
গোল-অ্যাসিস্টের হিসেবেও ৩০ গোলে অবদান রেখে শীর্ষে আছেন এই ব্রাজিলিয়ান। দ্বিতীয় স্থানে থাকা এমবাপ্পে এই সময়ে মোট ২৮ গোলে অবদান রেখেছেন।
ব্রাজিলিয়ানদের মধ্যেও প্রতিযোগিতায় শীর্ষ দশ গোলদাতার তালিকায় ঢুকে গেছেন ভিনি। মোট ৫৪ ম্যাচে ২০ গোল করে রোনালদিনহোকে পেছনে ফেলে রোমারিওর পাশে বসেছেন তিনি।
আরও পড়ুন: যে গানের মাধ্যমে শুরু হয় চ্যাম্পিয়ন্স লিগের ধ্রুপদী লড়াই
ক্রিফোস্পোর্টস/১মে২৪/এমএস/বিটি