বিশ্বব্যাপী ক্রিকেটের কদর বাড়াতে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)৷ যা এবারই প্রথম। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ১২ দলেই সীমাবদ্ধ ছিল। অবশ্য ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথমবারের মতো ১৬ দল নিয়ে মাঠে গড়ায়৷ একই নিয়ম নিয়ে চলে আরো চারটি আসরে৷ তবে এবারই ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গড়াবে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় চমক নিয়ে হাজির হয়েছে আফ্রিকার দেশ উগান্ডা৷ রূপকথার মতো বিশ্বকাপের মঞ্চে জায়গা পেয়েছে দলটি। কাগজে-কলমে ক্রিকেটে নিজেদের চেয়ে ইতিহাস ঐতিহ্যে এগিয়ে থাকা জিম্বাবুয়ে ও কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে প্রথম বারের মতো জায়গা পেয়েছে উগান্ডা৷
এক দশক পর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাবর্তন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপাল৷ সর্বশেষ ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গিয়েছিল নেপালিদের৷ গত আসরের মতো এবারও খেলবে ওমান ও পাপুয়া নিউগিনি৷
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে যে ২০টি দল
বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, কানাডা, নেপাল, ওমান, নামিবিয়া, উগান্ডা,যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
কোন গ্রুপে কোন দল-
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া,স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান
গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান,পাপুয়া নিউগিনি, উগান্ডা
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল
প্রতি গ্রুপ থেকে দুটি করে দল অংশগ্রহণ করবে সুপার এইটে৷ এরপর চারটি দল নিয়ে দুটি গ্রুপে ভাগ করা হবে৷ প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ কি কোনো দেশ?
ক্রিফোস্পোর্টস/১মে২৪/টিএইচ/বিটি