গতকাল (১ মে) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলার মধ্য দিয়ে মুস্তাফিজুর রহমানের আইপিএলের চলতি আসরে ইতি ঘটেছে। যদিও দলের হয়ে শেষ ম্যাচে জিততে পারেননি কাটার মাস্টার, তবে বল হাতে ব্যক্তিগত পারফরম্যান্সে ফিজ গতকাল ছিলেন অনন্য। বল হাতে ৪ ওভারে কোন উইকেট না পেলেও মাত্র ২২ রান খরচ করেছেন। সাথে এক ওভার মেডেনও নিয়েছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের হোম সিরিজের দলে থাকায় আসরের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে বাঁ হাতি পেসারকে। চলতি আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ মোট ম্যাচ খেলেছেন ৯ টি, উইকেট সংখ্যা ১৪।
শেষ ম্যাচে কোন উইকেট না পেলেও তারীান খরচে মিতব্যয়ীতা সবার নজর কেড়েছে। ১৪ উইকেট নিয়ে চেন্নাইয়ের সফলতম বোলারও ফিজ।
এবার আসা যাক মুস্তাফিজুর রহমানের আইপিএলের চলতি আসর থেকে মোট আয় কত সে হিসাবে। চলমান আসরের পূর্বে অনুষ্ঠিত মিনি নিলাম থেকে ভিত্তি মূল্য দুই কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় সিএসকে।
আইপিএলের নিয়ম অনুযায়ী এই পুরো টাকাটা পেতে পুরো মৌসুমই খেলতে হবে ফিজকে। কিন্তু যেহেতু ৯ ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে তাকে তাই এখন আনুপাতিক হারে টাকা পাবেন তিনি।
নিলামের দাম অনুযায়ী প্রতি ম্যাচের জন্য কাটার মাস্টার ১৪ লাখ ২৮ হাজার ৫৭১ রুপি করে পাবেন। সেই হিসেবে আইপিএল থেকে ৯ ম্যাচে মুস্তাফিজের প্রাপ্ত অর্থ ১ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ১৩৯ রুপি।
যদিও এই টাকার পুরো অংশ টাইগার পেসারের পকেটে ঢুকবে না। ট্যাক্স বাবদ মোট অর্থের ২০ শতাংশ পাবে ভারত সরকার। ট্যাক্স কাটার পর ফিজের অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ২ লাখ ৮৫ হাজার ৭১২ রুপি।
এই অর্থের পুরোটাও তিনি নিজে নিতে পারবেন না। কারণ আইপিএলের নিয়ম হলো, আইপিএলে খেলা ক্রিকেটারের সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড ক্রিকেটারের প্রাপ্ত অর্থের ২০ শতাংশ পাবে।
অর্থাৎ মুস্তাফিজকে ২০ শতাংশ টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) দিতে হবে। অর্থাৎ আসরে খেলা ৯ ম্যাচের কারণে ফিজ নিজের জন্য রাখতে পারছেন ৮২ লাখ ২৮ হাজার ৫৬৫ রুপি।
এর বাইরেও আরও কিছু টাকা পেয়েছেন টাইগার পেসার। এই যেমন ম্যাচ ফি’র টাকা, ম্যাচসেরার পুরস্কারসহ আরও কিছু অর্থ এই হিসেবের বাইরে রয়েছে।
আরও পড়ুন: বিদায়ী ম্যাচ রাঙাতে পারলেন না মুস্তাফিজ
ক্রিফোস্পোর্টস/২মে২৪/এমএস/বিটি