আইপিএলের চলমান আসরে বোলিং বিভাগ নিয়ে চেন্নাই সুপার কিংসের দুশ্চিন্তা যেন ছাড়ছেই না। কেউ না কেউ ইনজুরির সাথে লড়াই তো করছেই, এর সঙ্গে আসরের মাঝপথেই আইপিএল ছাড়তে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। চলমান আসরে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে দলের সফলতম বোলার তিনি। কিন্তু দীপক চাহার, মাথিশা পাথিরানাদের চোটের সাথে সাথে এই মুহূর্তে ফিজের দেশে ফিরে যাওয়ায় হতাশ সিএসকের হেড কোচ স্টিফেন ফ্লেমিং।
গতকাল ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরে গেছে চেন্নাই। আর এ হারের ফলে পয়েন্ট টেবিলের তিন থেকে চারে নেমে গেছে পাঁচ বারের শিরোপাজয়ীরা। গ্রুপ পর্বে তাদের আর চার ম্যাচ বাকি আছে।
কিন্তু এর থেকেও ধোনিদের বড় দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে দলটির বোলিং বিভাগ। চোট যেন পিছুই ছাড়ছে চেন্নাই বোলারদের।
গতকাল মাত্র ২ বল করেই চোটে পড়ে মাঠ ছাড়তে হয় দীপক চাহারকে। এর আগেও চোটের কারণে দুই ম্যাচ দলের হয়ে খেলতে পারেননি। চোটের কারণে পাথিরানাও গতকাল একাদশের বাইরে ছিলেন।
আর হায়দরাবাদকে বল হাতে গুড়িয়ে দেওয়া তুষার দেশপাণ্ডে তো ফ্লুতে আক্রান্ত হয়ে গতকাল মাঠেই আসতে পারেননি। এ তো গেল আপাতত ইনজুরির খবর।
সিএসকের কপালে আরও চিন্তার ভাঁজ ফেলেছে দুই লঙ্কান বোলার পাথিরানা ও থিকশানার দেশে ফিরে যাওয়ার সংবাদে। বিশ্বকাপের জন্য ভিসার কাজ সারতে দ্রুতই দেশে ফিরবেন এই দুই শ্রীলঙ্কান।
তবে দু’জনকে পাঞ্জাবের বিপক্ষে ফিরতি ম্যাচে দলে পাওয়ার আশা করছে সিএসকে। অবশ্য আসরের বাকি অংশে চেন্নাইয়ের হয়ে আর খেলছেন না দলের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান।
শেষ ম্যাচে উইকেটশূণ্য কাটালেও ৪ ওভারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২২ রান খরচ করেছেন ফিজ, একটি ওভার মেডেনও দিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে একাদশে দেখা যেতে পারে তাকে। তার আগে দেশে ফিরে বিশ্রামে থাকবেন ফিজ।
গ্রুপ পর্বের বাকি ৪ ম্যাচের আগে চেন্নাইয়ের পয়েন্ট টেবিলে অবস্থান চতুর্থ স্থানে। তবে বোলিং বিভাগ নিয়ে চেন্নাইয়ের হেড কোচ ফ্লেমিং যে মোটেই স্বস্তিতে নেই, সেটা তার কথাতেই স্পষ্ট, ‘শ্রীলঙ্কান ছেলেরা ভিসার কাজে দেশে যাবে। আশা করছি ওরা দ্রুতই ফিরবে। আমরা পরবর্তী ম্যাচে ওদের দলে চাই। রিচার্ড গ্লেসনের বল হাতে ভালো করাটা আমাদের জন্য ইতিবাচক কিন্তু মুস্তাফিজকে এই সময়ে হারানো আমাদের জন্য হতাশার ব্যাপার।’
‘আমাদের বোলিং বিভাগে অনেক বিষয়ই ঘটছে। দীপক চাহারকে প্রাথমিকভাবে দেখে আমার খুব একটা ভালো মনে হয়নি। ফিজিওদের থেকে ইতিবাচক কিছু শোনার অপেক্ষায় আছি’ – যোগ করেন ফ্লেমিং।
গতকালই চেন্নাই দলে অভিষেক হয়েছে ৩৬ বছর বয়সী ইংলিশ পেসার রিচার্ড গ্লেসন। ১ টি উইকেটও পেয়েছেন তিনি। কিন্তু এই মুহুর্তে চেন্নাই দলে গ্লেসন ও পাথিরানা ছাড়া আর কোন বিদেশি বিশেষজ্ঞ পেসার নেই।
আর তাই এমন পরিস্থিতিতে সাবেক কিউই পেসার ম্যাকলেনাহানের পরামর্শ, মুস্তাফিজের পর পাথিরানাকেও যদি পরবর্তী ম্যাচে একাদশে না পায় চেন্নাই তাহলে মিচেল স্যান্টনারকে একাদশে সুযোগ দেওয়া। বাঁ হাতি ফিঙ্গার স্পিনার হিসেবে তিনি সে ম্যাচে বেশ কার্যকরী হবেন বলে বিশ্বাস করেন ম্যাকলেনাহান।
আরও পড়ুন: এবারের আইপিএল থেকে মুস্তাফিজের আয় কত?
ক্রিফোস্পোর্টস/২মে২৪/এমএস/বিটি