ভারতের বিপক্ষে কোনোভাবেই পেরে উঠছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে একপেশে লড়াইয়ে হেরেছে টাইগ্রেসরা। তবে আজ (বৃহস্পতিবার) সিরিজ রক্ষার ম্যাচেও তেমন শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারেনি তারা। আজও হারের মুখ দেখছে নিগার সুলতানা জ্যোতির দল। আর তাতে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত।
বৃহস্পতিবার (২ মে) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সফরকারী ভারত।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে দিলারা আক্তার ২৭ বলে ৩৯, অধিনায়ক জ্যোতি ৩৬ বলে ২৮, সোবাহানা মোস্তারি ২০ বলে ১৫ রান করেন।
ভারতের হয়ে রাধা যাদব চার ওভারে ২২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া ১টি করে উইকেট নেন রেনুকা সিং ঠাকুর, পুজা ভস্ত্রকর ও শ্রেয়াঙ্কা পাতিল।
জবাবে ৯ বল ও ৭ উইকেট হাতে রেখে সহজেই ম্যাচটি জিতে নিয়েছে ভারত। দলের হয়ে ওপেনার স্মৃতি মান্দানা ৪২ বলে ৪৭ এবং আরেক ওপেনার শেফালি ভার্মা ৩৮ বলে ৫১ রান করেন। এছাড়া শেষদিকে হারমানপ্রীত-দয়ালানদের ছোট ছোট ক্যামিওতে জয় নিশ্চিত করে সফরকারীরা।
বল হাতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। চার ওভার ওভার হাত ঘুরিয়ে ২৪ রান দিয়ে ১টি উইকেট শিকার করেছেন রাবেয়া খান। এছাড়া নাহিদা আক্তার ও রিতু মনি ১টি করে উইকেট নিয়েছেন।
এই জয়ে ৩-০ তে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারীরা। সিরিজের বাকী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ও ৯ মে।
আরও পড়ুন: মুস্তাফিজের বিদায়ে হতাশ চেন্নাইয়ের প্রধান কোচ
ক্রিফোস্পোর্টস/২মে২৪/বিটি