ধীরে ধীরে এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার-ছক্কার ধুন্ধুমার আসর সামনে রেখে নিজেদের ঝালাই করে নেওয়ার জন্য জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ আসন্ন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় বিশেষ ভূমিকা রাখবে টিম ম্যানেজমেন্টের। প্রত্যেক খেলোয়াড়ের প্রতি বিশেষ নজর রাখবে তারা। কাদের প্রতি নজর রাখবেন ভক্তরা? তাই বের করার চেষ্টা করেছে ক্রিফোস্পোর্টস।
লিটন দাস: প্রথমেই বিশেষ নজরে থাকবে বাংলাদেশের ক্লাসিক ব্যাটার লিটন দাসের ওপর। দীর্ঘদিন ফর্মে নাই এই বাংলাদেশি ওপেনার। জিম্বাবুয়ের এই সিরিজে ফর্মে ফিরতে পারবেন কি এই উইকেট কিপার? রানের ধারা কী দেখা যাবে? নাকি ফ্লপের বৃত্ত থেকে বের হতে পারবেন না, সেদিকে ভালোই খেয়াল রাখা হবে।
তাওহীদ হৃদয়: দেশের নতুন বিগ হিটার তাওহীদ হৃদয়। বিপিএল মাতানোর পর হঠাৎ যেন চুপসে গেছে হৃদয়ের ব্যাট। শান্তর দলে হৃদয়ে দিকে থাকবে বিশেষ নজরে। দীর্ঘদিন ধরে নামের সু বিচার করতে পারছেন না এই বিগ হিটার। তবে এই সিরিজে রানে ফিরতে চাইবেন তিনি।
আফিফ হোসেন: এরপর সবাই অধীর আগ্রহে চেয়ে থাকবে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দলে ডাক পাওয়া আফিফ হোসেন। মেহেদীর পরিবর্তে জায়গা পেয়ে কতটা কাজে লাগাতে পারেন তিনি সেটা এখন দেখার বিষয়। মিরাজের মতো লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে নিয়ে ছোটখাটো স্পেল সামলাতে পারেন আফিফও।
মাহমুদউল্লাহ রিয়াদ: বিশ্বকাপ দল মানেই অভিজ্ঞদের ছড়াছড়ি। সেদিক থেকে মাহমুদউল্লাহ রিয়াদ শাণিত এক অলরাউন্ডার। নিজের অভিজ্ঞতাকে বিশ্বকাপের আগে কতটা ফুটিয়ে তুলতে পারে সেটা দেখার অপেক্ষায় সবাই।
সাইফউদ্দীন: এছাড়াও সবচেয়ে বেশি নজর থাকবে দীর্ঘ ১৮ মাস পর দলে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিনের প্রতি। তার প্রতি প্রত্যাশা থাকবে আকাশচুম্বীও।এই পেস অলরাউন্ডার ফর্মে ফিরলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বাড়বে টাইগারদের শক্তি।
বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়েরও রয়েছে বেশি কিছু তারকা। এই সিরিজে বিশেষ নজরে থাকবে জনপ্রিয়তার শীর্ষে থাকা সিকান্দার রাজার প্রতি। সদ্য আইপিএল শেষ করে আসা এই অলরাউন্ডার যেকোনো সময় যেকোনো মুহূর্তে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে কিনা সেই প্রতীক্ষায় সবাই।
ব্যাটে বলে দারুণ ছন্দে থাকা রায়ান বার্ল কতটা কারিশমা দেখাতে পারে সেই অপেক্ষায় আছেন ক্রিকেটভক্তরা। এনগারাভার দিকে বাংলাদেশ সমর্থকদের একটু বেশিই নজরে থাকবে। কেননা বাংলাদেশের ব্যাটারা তার বোলিং জাদুতে অসহায় হয়ে পড়ে মাঝে মাঝে। তার প্রতি বেশিই লক্ষ্য থাকবে বাংলাদেশের ব্যাটারদের।
লুক জংউই বেশ ভালো অলরাউন্ডিং পারফরম্যান্স করেন। ম্যাচের বিশেষ মুহূর্তে যেকোনো অঘটন ঘটিয়ে দিতে পারেন এই অলরাউন্ডার। বাংলাদেশের ব্যাটারদের হুমকির নাম হতে পারে ব্লেসিং মুজারাবানি। তিনিও ভক্তদের বিশেষ বিবেচনায় থাকবেন।
আরও পড়ুন: দীর্ঘ ১৯৯ ইনিংস পর সাকিবের ব্যাট থেকে এলো সেঞ্চুরি
ক্রিফোস্পোর্টস/০৩মে২৪/এইচআই/এজে