Connect with us
ক্রিকেট

তামিমের টি-টোয়েন্টি অভিষেক, ক্যাপ পরিয়ে দিলেন মাহমুদউল্লাহ

Tanzid Tamim Debuts in T-20
তামিমকে অভিষেক ক্যাপ পরিয়ে দিচ্ছেন মাহমুদউল্লাহ। ছবি- সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে আতিথ্য দেবে বাংলাদেশ। আজ (শুক্রবার) মাঠে গড়িয়েছে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে অভিষেক হয়েছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। আর তাকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যাপটা পরিয়ে দিয়েছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

গত বছরের আগস্টে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে আন্তর্জাতিক অঙ্গণে পা রাখেন তামিম। তবে ওয়ানডেতে যাত্রাটা আশনরূপ হয়নি এই তরুণের। এশিয়া কাপে দুই ইনিংসে করেছিলেন মাত্র ১৩ রান।

এরপর ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পান তামিম। সেখানেও ব্যাট হাতে ব্যর্থ হন এই ওপেননার। ৯ ইনিংসে ১৬.১১ গড়ে ১৪৫ রান করেন তিনি।

পরবর্তীতে জাতীয় দলে জায়গা হারান এই বাঁহাতি ব্যাটার। সবমিলিয়ে ১৫ ওয়ানডে প্রায় ১৯ গড়ে ২৬৩ রান করেছেন তিনি।

আন্তর্জাতিক যাত্রাটা আশনরূপ না হলেও গত বিপিএল দিয়ে নিজের জাত চেনান তামিম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রতিনিধিত্ব করা এই তরুণ ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারো আলোচনায় উঠে আসেন।

১২ ইনিংসে ৩২ গড় ১৩৫.৬৯ স্ট্রাইক রেটে ৩৮৪ রান করেছেন তিনি। যেখানে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে। তাছাড়া আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন এই বাঁহাতি ব্যাটার।

চলমান জিম্বাবুয়ে সিরিজে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ক্যাপটাও পেয়ে গেলেন তিনি। আর মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে আন্তর্জাতিক ক্যাপ পাওয়াটা নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে তামিমের জন্য।

আজ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। তামিমের অভিষেক হওয়ার পাশাপাশি দীর্ঘ ১৮ মাস পর দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও রয়েছেন আজকের একাদশে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম,  তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

আরও পড়ুন: ভারতকে ছাপিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, বাংলাদেশ কোথায়? 

ক্রিফোস্পোর্টস/৩মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট