টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বাকি নেই এক মাসও। এর মধ্যেই টুর্নামেন্টের অনেক দলই তাদের বিশ্বকাপ দল ঘোষণা করে দিয়েছে। সবগুলো দলই দল গোছানোর কাজে ব্যস্ত। পিছিয়ে নেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটিও (আইসিসি)। তাদের ব্যস্ততারও যেন কমতি নেই।
আজ (৩ মে) বিশ্বকাপের প্রথম রাউন্ডের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
আজ শুক্রবার বৈশ্বিক আসরটির প্রথম রাউন্ডের জন্য ২০ জন আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারিকে নিয়ে মোট ২৬ জনের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানেই আম্পায়ারদের তালিকায় সম্প্রতি আইসিসির এলিট প্যানেলে নাম ওঠানো বাংলাদেশি আম্পায়ার সৈকতও জায়গা করে নিয়েছেন।
এর আগেও কিছু বৈশ্বিক আসরে দায়িত্ব পালনের অভিজ্ঞতা হয়েছে সৈকতের। এই যেমন মেয়েদের বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈকত।
তবে এই বাংলাদেশি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করে সবার নজর কেড়েছিলেন।
সম্প্রতি তিনি আইসিসি থেকে এলিট প্যানেল আম্পায়ারের স্বীকৃতি পেয়েছেন। তাই সৈকতের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন করে দায়িত্ব পাওয়াটাও আগে থেকেই অনুমিত ছিল।
এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরটি বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আগামী ১ জুন থেকে মাঠে গড়াতে যাচ্ছে চার-ছক্কার লড়াই। ২০ দলের এই আসরটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন।
আরও পড়ুন: তামিমের টি-টোয়েন্টি অভিষেক, ক্যাপ পরিয়ে দিলেন মাহমুদউল্লাহ
ক্রিফোস্পোর্টস/৩মে২৪/এমএস/বিটি