বাংলাদেশের ক্রিকেট যাদের হাত ধরে সোনালি যুগ পার করেছে তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বর্তমান দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় বলতে তারাই আছেন। দেশের ক্রিকেটে এই পাঁচ জনকে একত্রে ‘পঞ্চপাণ্ডব’ বলে ডাকা হতো। আজ (০৪ মে) হঠাৎ পঞ্চপাণ্ডবের পুরোনো একটি ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে স্মৃতি রোমন্থন করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এই পাঁচ জনের মধ্যে সাবেক অধিনায়ক মাশরাফি বর্তমানে জাতীয় দলের বাইরেই আছেন। যদিও এখনও তিনি অবসরের ঘোষণা দেননি। তামিমও দীর্ঘ দিন দলের বাইরে। মুশফিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। মাহমুদউল্লাহরও একই অবস্থা। শুধু সাকিব আল হাসানই তিন সংস্করণে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন।
গতকাল (শুক্রবার) চট্টগ্রামে জিম্বাবুয়েকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারানোয় আজ হোটেলেই বিশ্রামে আছেন ক্রিকেটাররা। গতকাল ব্যাট হাতেও মাহমুদউল্লাহকে মাঠে নামতেই হয়নি।
আজ তাই হোটেলেই বিশ্রামের এক পর্যায়ে হয়ত নিজেদের অতীত দিনগুলো নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘সাইলেন্ট কিলার’ যে ছবিটি শেয়ার করেছেন সেটি পাঁচ বছর পূর্বে ২০১৯ সালে তোলা। ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে সেখানকার হোটেল রুমে পঞ্চপাণ্ডবের এই ছবিটি তোলা হয়েছিল।
তখনকার সময়ে জাতীয় দলের দলপতি ছিলেন ক্যাপ্টেন ফ্যানটাস্টিক খ্যাত মাশরাফি বিন মুর্তজা। তখন মাঠে ও মাঠের বাইরে টাইগারদের নিজেদের মধ্যকার রসায়ন ছিল চোখের শান্তি। সেই দারুণ সময়ের উৎকৃষ্ট উদাহরণই যেন এই ছবি।
ছবিটির বাম দিক থেকে আছেন তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিক ও সাকিব। ২০১৯ সালেও যখন সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করা হয়, তার পরপরই সেবারও ভাইরাল হয়ে গিয়েছিল।
আজ (০৪ মে) ছবিটি পোস্ট করে ক্যাপশনে মাহমুদুল্লাহ লেখেন, ‘কি সুন্দর মুহূর্ত ছিল! চলো মুহুর্তগুলো ফিরিয়ে আনি।’
মাহমুদুল্লাহর এই চাওয়াটা মাঠে বাস্তবে রূপ নেওয়াটা বর্তমানে ভীষণ কঠিন। আর মাঠের বাইরের হিসাব কষতে গেলেও আপাতত সেটা আর সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।
গুঞ্জন আছে, সাকিব-তামিমের মধ্যে শীতল সম্পর্কের কারণে একে অপরের সাথে তারা কথা বলেন না। সাকিবের সঙ্গে দ্বন্দ্বের কারণেই তামিম নাকি জাতীয় দলের বাইরে আছেন। অদূর ভবিষ্যতে মাহমুদুল্লাহর ইচ্ছাটা কি বাস্তবতার মুখ দেখতে পারবে?
আরও পড়ুন: বড় জয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/৪মে২৪/এমএস/বিটি