ফুটবল মাঠে বল পায়ে গতি, ড্রিবলিং আর ফিনিশিং–এই তিনে মিলে এক কমপ্লিট প্যাকেজ কিলিয়ান এমবাপ্পে। তাঁর দু’পায়ের জাদুতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের রীতিমতো ঘাম ছুটে যায়৷
খুব বেশি দূরে নয়, ২০২২ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালের কথা নিশ্চয় ভুলেননি। ফ্রান্সের হয়ে একাই যেন লড়ে যাচ্ছিলেন এমবাপ্পে৷ তাঁকে থামাতে বারবার হোঁচট খেয়েছে আর্জেন্টাইন ডিফেন্ডাররা৷
হ্যাটট্রিক করে আর্জেন্টিনার কাছ থেকে একাই ম্যাচটি ছিনিয়ে নেওয়ার মঞ্চও তৈরি করে ফেলেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজদের বীরত্বে পর্দার আড়ালেই থেকে যায় কিলিয়ান এমবাপ্পের নায়কোচিত পারফরম্যান্স।
বল পায়ে ভীষণ চতুর এমবাপ্পে তাঁর ক্লাব ক্যারিয়ারের শুরুটা করেছিলেন ফ্রান্সের মোনাকো ক্লাবে৷ ২০১৬-১৭ মৌসুমে মোনাকো’র হয়ে জিতেছিলেন লীগ-ওয়ানের শিরোপা।
২০১৭ সালে রেকর্ডমূল্যে পাড়ি জমান বর্তমান ক্লাব পিএসজিতে৷ পিএসজির হয়ে এখন পর্যন্ত তাঁর রয়েছে পাঁচটি লীগ-ওয়ানের শিরোপা৷
ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৪৩৪ ম্যাচে এমবাপ্পের পা থেকে গোল এসেছে ৩২৪টি, অ্যাসিস্ট রয়েছে আরো ১৫৩টি৷ এর মধ্যে ফ্রান্সের জার্সিতে রয়েছে ৭৭ ম্যাচে ৪৬ গোল। অন্যদিকে ৭০ ম্যাচে চ্যাম্পিয়ন্স লীগের রয়েছে সমান সংখ্যক ৪৬ গোল।
সবচেয়ে চমকপ্রদ হলো এতো ছোট ক্যারিয়ারেই ক্লাব ও জাতীয় দলের জার্সিতে জিতেছেন ১৬টি শিরোপা। এবার জানা যাক, ক্যারিয়ারে মোট কয়টি হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে?
এমবাপ্পের হ্যাটট্রিক কয়টি?
ক্লাব ও জাতীয় দলের জার্সিতে সর্বমোট ১৯টি হ্যাটট্রিক রয়েছে ফরাসি তারকার৷ এর মধ্যে চ্যাম্পিয়ন্স লীগে পিএসজির হয়ে করেছেন দুটি হ্যাটট্রিক৷
২০১৯ সালে ক্লাব ব্রুজকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি৷ ওই ম্যাচে এমবাপ্পের পা থেকে আসে হ্যাটট্রিক গোল৷ ২০২০-২১ মৌসুমে আবারো হ্যাটট্রিকের দেখা পান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো-তে বার্সেলোনাকে ৪-১ গোলে হারায় পিএসজি৷ ওই ম্যাচেও হ্যাটট্রিকের দেখা পান তিনি৷
জাতীয় দলের জার্সিতেও এমবাপ্পের পা থেকে দুটি হ্যাটট্রিক গোল। ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক করেন এমবাপ্পে। সম্প্রতি ইউরো কোয়ালিফাই ম্যাচে জিব্রাল্টারের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিক করেন তিনি৷
আরও পড়ুন: লিওনেল মেসির হ্যাটট্রিক কয়টি?
ক্রিফোস্পোর্টস/৪মে২৪/টিএইচ/বিটি