থামানোই যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বয়স ৪০ ছুঁই ছুঁই, কিন্তু বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে তার অপ্রতিরোধ্য ফুটবল যাত্রা। এই বয়সেও নিয়মিত গোলের পাশাপাশি দেখা পাচ্ছেন হ্যাটট্রিকের। সর্বশেষ ৭ ম্যাচে পেয়েছেন তিনটি হ্যাটট্রিক। এই মৌসুমে তার গোলের হাফসেঞ্চুরিও পূরণ হয়েছে।
শনিবার রাতে আল ওয়েহদার বিপক্ষে ম্যাচেও হ্যাটট্রিক করেছেন রোনালদো। এ মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর চতুর্থ হ্যাটট্রিক। সেই সঙ্গে মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোলের হাফ সেঞ্চুরিও পূরণ করেছেন সিআর সেভেন। আল নাসর জিতেছে ৬-০ গোলে।
রোনালদোর হ্যাটট্রিকের ম্যাচে আল নাসরের হয়ে বাকি তিন গোল করেছেন ওতাভিও, সাদিও মানে এবং মোহাম্মদ আল-ফাতিল। এর আগে কিংস কাপের সেমিফাইনালে জোড়া গোল করেছিলেন রোনালদো।
গত রাতে ম্যাচের দ্বিতীয় মিনিটে সুযোগ মিস হওয়া পর পঞ্চম মিনিটে সাফল্য পান। ম্যাচের ১৩ মিনিট ব্রোজোভিচের ক্রসে দারুণ দ্বিতীয় গোলটি নেন রোনালদো। বিরতির আগে ওতাভিও ও সাদিও মানের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। আর বিরতির পর ৫২ মিনিটে ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিক করেন রোনালদো।
সৌদি প্রো লিগে রোনালদোর ২৭ ম্যাচে ৩২তম গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৪১ গোল। এতে করে ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা এখন ৮৯০টি।
এ জয়ের পরও সৌদি প্রো লিগ টেবিলে দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ৩০ ম্যাচে ৭৪। ২৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেইমারের ক্লাব আল হিলাল।
আরও পড়ুন: বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (৫ মে ২৪)
ক্রিফোস্পোর্টস/৫মে২৪/এজে