মৌসুমটা একেবারে বাজে কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে ধীরে ধীরে পয়েন্ট টেবিলের নিচে নামতেই আছে। গতকাল সোমবার রাতে ৪ গোল খেয়েছে দলটি। তাও তুলনামূলক পুচকে দল ক্রিস্টাল প্যালেস ৪-০ গোল দিয়েছে তাদের জালে। আর এনিয়ে মৌসুমে ১৩তম হারলো ইউনাইটেডরা।
বারবার হেরে ক্রমেই পতনের দিকে যাচ্ছে এরিক টেন হাগের দল। বর্তমান লিগে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে তারা। এতে করে দেখা দিয়েছে ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। কেননা। প্রিমিয়ার লিগের পাঁচ নম্বর দল ইউরোপা লিগে খেলে। সেই স্থানের থাকা হচ্ছে না টেন হাগের শিষ্যদের।
এদিন ম্যাচ হেরে বিমর্ষ ছিলেন গুরু টেন হাগ। প্যালেসের কাছে চার গোলে হারের পর টেন হাগ সংবাদ সম্মেলনে এসে বললেন, আমাদের অনেক সমস্যা রয়েছে। ‘পুরো মৌসুম জুড়েই আমাদের অনেক সমস্যা ছিল। এ বছরের খেলা দেখে বলতেই হবে আমাদের অনেক সমস্যা আছে।
তবে দলের এমন হারে নির্দিষ্ট কোন খেলোয়াড়কে দোষ দিতে চান না টেন হাগ। তার মতে এটি দলগত খারাপ পারফরম্যান্সের ফল। এদিকে গুঞ্জন উঠেছে চাকরি যেতে পারে টেন হাগের। তবে সেটা নিয়ে ভাবছেন না তিনি। তিনি জানান, আমি নিজের ভবিষ্যত নিয়ে ভাবি না। আমি দলকে যতটা সম্ভব প্রস্তুত করি খেলার জন্য। আমার ভাবনা দল কিভাবে ভালো পারফরম্যান্স করবে।
আরও পড়ুন: ৮৬ ওয়াইডসহ এক্সট্রা ১০১ রান, ভারতে তোলপাড়
ক্রিফোস্পোর্টস/৭মে২৪/এজে