ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। প্রথম তিন ম্যাচে স্কোয়াডে না থাকলেও সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ (০৮ মে) বিষয়টি নিশ্চিত করেছে।
এই তিন তারকা ক্রিকেটারকে দলে নিতে আগের তিন ম্যাচের স্কোয়াডে থাকা শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও পারভেজ ইমনকে বাদ দেওয়া হয়েছে। যদিও এদের মধ্যে শুধু শরিফুল ইসলামই প্রথম তিন ম্যাচে একাদশে খেলেছেন। আর পারভেজ ইমন ও আফিফ হোসেন কোন ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়লেন।
শরিফুলের ক্ষেত্রে অবশ্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ দুই দুই ম্যাচে তাকে বিশ্রামে রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও শেষ দুই ম্যাচ হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ১০ মে ও ১২ মে ম্যাচ দুটি মাঠে গড়াবে। এর মধ্যে প্রথম ম্যাচটি হবে সন্ধ্যা ছয়টায় আর শেষ ম্যাচটি সকাল ১০ টায় শুরু হবে।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, সৌম্য সরকার, সাইফ উদ্দিন, তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চের পর ৯ রানে জিতল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/৮মে২৪/এমএস/বিটি