২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পর এখনো অনেক আর্জেন্টাইন মেসি নয় ম্যারাডোনাকেই সেরা বলে মানেন। লাতিন আমেরিকার দেশটিকে ১৯৮৬ বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন তিনি যা কিনা আলবিসেলেস্তেদের ইতিহাসে দ্বিতীয় বারের মত বিশ্বকাপ শিরোপা জয় ছিল। পুরো আসরে ৫ গোলের পাশাপাশি ৫ গোলে সহায়তা করে সেবার বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছিলেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।
সেই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন ডিয়েগো। তারপর থেকে সেই গোলটিকে ‘হ্যান্ড অব গড’ নামে আখ্যায়িত করা হয়।
ইংলিশদের বিপক্ষে ম্যারাডোনার খেলা সেই ম্যাচের বল ও জার্সি আগেই নিলামে বিক্রি করা হয়েছে। এবার ‘৮৬ বিশ্বকাপের সেরা গোলদাতা ম্যারাডোনার গোল্ডেন বলটি নিলামে তুলবে ফ্রান্সের আগুট নিলাম হাউজ।
কিছু দিন আগে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, প্রতিষ্ঠানটির নিলাম কক্ষ থেকে বলটি চুরি হয়ে গেছে।
তবে সম্প্রতি আগুট নিলাম হাউজ জানিয়েছে, আর্জেন্টাইন কিংবদন্তির জেতা বিশ্বকাপ গোল্ডেন বলটি তারা খুঁজে পেয়েছে। এমনকি সেই বল তারা নিলামে তুলতে সম্মত হয়েছে। অবশ্য অ্যাওয়ার্ডটির ভিত্তি মূল্য তারা এখনো প্রকাশ করেনি।
তবে আগুট নিলাম হাউজের প্রত্যাশা, এর দাম কোটি টাকা ছাড়িয়ে বিক্রয় হবে। ম্যারাডোনার গোল্ডেন বল নিলামে উঠলে এটাই হবে ইতিহাসে প্রথম বারের মত কোনো ফুটবলারের গোল্ডেন বলের নিলাম।
ইতোমধ্যে এই নিলামের দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছে প্রতিঠানটি, আগামী মাসের ০৬ তারিখ নিলামটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: পিএসজিকে কাঁদিয়ে ১১ বছর পর আনন্দে ভাসলো বুরুশিয়া
ক্রিফোস্পোর্টস/৮মে২৪/এমএস/বিটি