বাংলাদেশ ক্রিকেটের মিডল অর্ডারের ভরসার প্রতীক মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের জন্মদিন আজ। ৩৬ পেরিয়ে ৩৭ এ পা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার জন্মদিনে তাকে নিয়ে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের দুই উদীয়মান ক্রিকেটার তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।
একসময় টিভিতে মুশফিকের খেলা দেখেই বেড়ে উঠেছেন তাওহীদ হৃদয়। এখন জাতীয় দলে তার সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করছেন তিনি। ভবিষ্যতে হয়ত মুশফিকের উত্তরসূরি হিসেবে বাংলাদেশের মিডল অর্ডারে নেতৃত্ব দেবেন হৃদয়। তাই কিছুটা আবেগঘন হয়ে তাকে নিয়ে বার্তা দিয়েছেন এই উঠতি তারকা।
আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান হৃদয়। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘একজন মানুষের কতটুকু স্মৃতি মনে থাকে জানিনা, তবে আমার যতটুকু মনে আছে তার পুরোটাই আপনি!!’
মুশফিকের খেলা দেখে অনুপ্রেরণা পান হৃদয়। তার কাছের ভালো লাগার সংজ্ঞা মুশফিক। বার্তায় এমনটাই জানান তিনি, ‘প্রথম আপনাকে টিভিতে দেখা, প্রথম আপনাকে সরাসরি দেখার উন্মাদনা কিংবা প্রথম আপনার ব্যাট ছুঁয়ে দেখা। আমার অনুপ্রেরণা আপনি, ভালো লাগার সংজ্ঞা আপনি, চলার পাথেয় আপনি। শুভ জন্মদিন ভাই।’
মুশফিককে শুভেচ্ছা জানান জাতীয় দলের আরেক উদীয়মান ক্রিকেটার রিশাদ হোসেন। মুশফিকের সঙ্গে ফেসবুকে ছবি শেয়ার এই অলরাউন্ডার লেখেন, ‘২২ গজে আপনি সাথে থাকলে কঠিন পরিস্থিতি ও সহজ হয়ে যায়। ক্রিকেট পরিবারে আপনি বড়ভাই কম, বন্ধু বেশি। অনেক ভালোবাসি ভাইয়া।’
রিশাদের মতো দেশের তরুণ ক্রিকেটারদের জন্য এক অনুপ্রেরণার নাম মুশফিক। তাছাড়া দেশের ক্রিকেটে তার অবদান ভালোবাসার সঙ্গে সবাই মনে রাখবে বলে মনে করেন রিশাদ, ‘দেশের জন্য আপনার সার্ভিস আর জুনিয়রদের জন্য আপনার অবদান দুটোই দেশবাসী ভালোবাসার সাথে মনে রাখবে।’
জাতীয় দলের সঙ্গে হয়ত আর বেশিদিন নেই মুশফিকুর রহিম। বর্তমানে শুধু ওয়ানডে ও টেস্টেই খেলছেন ৩৭ এ পা দেওয়া এই ক্রিকেটার। তার পরবর্তী সময়ে হৃদয়-রিশাদরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।
আরও পড়ুন: আফসোস না করে দোয়া চাইলেন তাসকিন
ক্রিফোস্পোর্টস/৯মে২৪/বিটি