চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন অজি ওপেনার ট্রাভিস হেড। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একের পর এক ম্যাচে ব্যাট হাতে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে আইপিএলের এমন চোখ ধাঁধানো পারফরম্যান্স বিশ্বকাপেও বহাল রাখতে পারবেন কিনা এই ব্যাপারে অনিশ্চিত এই বিধ্বংসী ওপেনার।
ভারতের উইকেট পেলেই যেন জ্বলে ওঠেন হেড। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে তার ম্যাচজয়ী ইনিংসের কথা সবারই জানা। এরপর দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজেও ৩ ম্যাচে ১৮০র ওপর স্ট্রাইক রেটে ৯৪ রান করেছিলেন তিনি।
এবার আইপিএল দিয়ে আবারো ভারতের মাটিতে খেলার সুযোগ হয়েছে তার। আর তাতেই আরো একবার নিজের জাত চেনালেন এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
চলতি আসরে ১১ ইনিংসে দুশোর বেশি স্ট্রাইকরেটে ৫৩.৩০ গড়ে ৫৩৩ রান করেছেন হেড। যেখানে একটি সেঞ্চুরি এবং চারটি হাফ-সেঞ্চুরি রয়েছে।
পাশাপাশি আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হেড। তবে এমন ফর্ম আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধরে রাখতে পারবেন কি না সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছেন না এই হায়দরাবাদ ওপেনার।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। স্বভাবতই ভারতের পিচের তুলনায় সেখানের পিচে কিছুটা পার্থক্য থাকবে। আর এ কারণেই হেড এমন ক্যারিশম্যাটিক ব্যাটিং নিয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছেন না।
হায়দরাবাদের সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে ভালো খেলতে পারাটা সুন্দর। তবে বিশ্বকাপেও এরকম কিছু হবে, তার কোনো নিশ্চয়তা নেই। সেখানে টুর্নামেন্ট চলতে চলতে উইকেট অনেক পরিবর্তন আসতে পারে।’
আরও পড়ুন: মুস্তাফিজকে ফিরিয়ে আনা নিয়ে যে ব্যাখ্যা দিলেন তাসকিন
ক্রিফোস্পোর্টস/৯মে২৪/বিটি