আইপিএলের ৫৮তম ম্যাচে বৃহস্পতিবার (৯ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় পাঞ্জাব কিংস। এই ম্যাচে পাঞ্জাবকে ৬০ রানে হারিয়ে আসরের পঞ্চম জয় তুলে নিয়েছে ফাফ ডু-প্লেসির দল।
এদিন শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৪১ রানের বিশাল পুঁজি পায় বেঙ্গালুরু। দলের হয়ে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন বিরাট কোহলি। ৪৭ বলে ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।
এছাড়া রজত পতিদর ২৩ বলে ৫৫, ক্যামেরন গ্রিন ২৭ বলে ৪৬ এবং দিনেশ কার্তিক ৭ বলে ১৮ রান করেন। পাঞ্জাবের হয়ে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন হার্শাল প্যাটেল। এছাড়া বিদ্যাথ কাভেরাপ্পা ৩৬ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ১৮১ রান করে গুটিয়ে যায় পাঞ্জাব। ৬০ রানে জয় পায় ডু প্লেসি-কোহলিরা।
পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি আসে রাইলি রুশোর ব্যাট থেকে। ২৭ বলে ৬১ দারুণ এক ইনিংস খেলেন তিনি। এছাড়া শশাঙ্ক সিং ১৯ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৬ বলে ২৭ এবং স্যাম কারান ১৬ বলে ২২ রান করেন।
বেঙ্গালুরুর হয়ে মোহাম্মদ সিরাজ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া স্বপ্নীল সিং ও লকি ফার্গুসন ২টি করে উইকেট নেন।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে বেঙ্গালুরু। কাগজে-কলমে এখনো শেষ চারের দৌড়ে টিকে রয়েছে দলটি।
আরও পড়ুন: বিশ্বকাপে আইপিএলের মতো ব্যাট করার নিশ্চয়তা দিচ্ছেন না হেড
ক্রিফোস্পোর্টস/১০মে২৪/বিটি