Connect with us
ক্রিকেট

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে নতুন তথ্য

New information on the 'Impact Player' rule
আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম স্থায়ী হচ্ছে না। ছবি- সংগৃহীত

আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে কম আলোচনা-সমালোচনা হয়নি। বর্তমান ও সাবেক ক্রিকেটারদের কাঠগড়ায় উঠেছে এটি। নব্য এই নিয়মটি নিয়ে যারাই কথা বলেছেন—বিপক্ষেই বলেছেন। বলেছেন, বোলারদের জন্য ‘ভয়ানক’ হচ্ছে এটি। এবার সেই আলোচনার পালে হাওয়া দিয়েছেন ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। দিয়েছেন নতুন তথ্য।

বিসিসিআই সদর দপ্তরে আলাপের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরের বলা হয়, এই নিয়মটি ‘স্থায়ী’ নয়।

জয় শাহ বলেছেন, এটি ‘স্থায়ী’ নয়। টুর্নামেন্টের পরবর্তী আসরে এটি ব্যবহার করা হবে কি না, তা আসরের পর আলোচনা করে ঠিক করা হবে।

তবে আলোচনা অবশ্যই আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের পর—যোগ করেন বিসিসিআই সচিব।

জয় শাহ আরও বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ পরীক্ষামূলক। এই নিয়মে ম্যাচে দুজন খেলোয়াড় সুযোগ পাচ্ছেন, এটাই বড় সুবিধা। তবে এটা নিয়ে আরও আলোচনা হবে। এটাই স্থায়ী নয়, কিন্তু নিয়মটি বাদ দেওয়া হবে তাও বলছি না।’

তিনি বলেন, ‘এই নিয়মের ফলে খেলা আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে কি না, তা দেখব। যদি কেউ মনে করেন এই নিয়ম ঠিক হচ্ছে না, তাহলে তাদের সঙ্গে কথা বলবো। তবে কেউ এখনো আনুষ্ঠানিক কিছু বলেনি। বিশ্বকাপ শেষ হলে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত বছর আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম কার্যকর করা হয়। এছাড়া আরব আমিরাতের আইএলটি-টুয়েন্টি
ও আবুধাবি টি-টেন লিগেও এই নিয়ম চালছে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ডবুকে কোহলি-গেইলদের সঙ্গে সাকিব 

ক্রিফোস্পোর্টস/১০মে২৪/এসএ/বিটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট