Connect with us
ফুটবল

গুঞ্জন সত্যি করে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে

Mbappe has announced that he is leaving PSG
পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

মৌসুমের মাঝপথ থেকেই কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার জোর গুঞ্জন শোনা গেছে। মৌসুমের গোধূলি লগ্নে এসে অবশেষে সেই গুঞ্জনকে আলোর মুখ দেখালেন এমবাপ্পে। গতকাল (শুক্রবার) রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে মৌসুম শেষে ক্লাব ত্যাগের ঘোষণা দেন এই তারকা ফুটবলার। তবে পরবর্তী গন্তব্য নিয়ে কিছু খোলাসা করেননি তিনি।

ইন্সটাগ্রামে পোস্ট করা ভিডিওতে ফ্রেঞ্চ তারকা বলেন, ‘আপনাদের জানানোর এটিই সঠিক সময়। আমি আপনাদের জানাতে চাই, পিএসজির হয়ে এটিই আমার শেষ মৌসুম। এই যাত্রা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে চলেছে। আমি আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছি না। রবিবার পার্ক দে প্রিন্সেসে আমি আমার শেষ ম্যাচটি খেলবো।’

পুরো ভিডিওটি তিন কোন লিগে বা ক্লাবের হয়ে খেলবেন সে ব্যাপারে কিছুই খোলাসা করেননি। তবে তিনি যে ফ্রান্সের বাইরে যাচ্ছেন সেটি নিশ্চিত করে বলেছেন। দেশের বাইরে নতুন চ্যালেঞ্জ নেওয়ার বিষয়ে এমবাপ্পে বলেন, ‘কখনো ভাবিনি লিগ ওয়ান ও নিজের দেশ ফ্রান্স ছাড়ার ঘোষণা দিতে এত কষ্ট হবে। কিন্তু আমার মতে সাত বছর পর নতুন চ্যালেঞ্জ নেওয়াটা ভীষণ দরকার ছিল।’

বিশ্ব ফুটবলে জোড় গুঞ্জন, প্যারিস ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ডেরায় যোগ দিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী তারকা। এর আগেও একাধিকবার লস ব্লাঙ্কোসদের হয়ে যোগদানের বিষয়ে দল-বদলের মৌসুমে বেশ উত্তপ্ত করে তুলেছিলেন ফ্রান্সের হয়ে ১৯ বছরে বিশ্বকাপ জেতা এমবাপ্পে।

কিন্তু শেষ পর্যন্ত প্রতিবারই তিনি প্যারিসেই থেকে গেছেন। কিন্তু এমবাপ্পের প্রিয় ক্লাব যে রিয়াল মাদ্রিদ এবং রিয়ালের হয়ে খেলাটা যে তার স্বপ্ন সেটা এর আগেও বিভিন্ন সময়ে এমবাপ্পের মুখে শোনা গেছে। তাই সবাই এবার দুইয়ে দুইয়ে চারই মেলানোর চেষ্টা করছে।

পিএসজি প্রথম ২০১৭ সালে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে এমবাপ্পেকে ধারে দলে ভেড়ায়। তার পরের বছরই ২০১৮ সালে রেকর্ড ট্রান্সফারে মোনাকোর থেকে একেবারে কিনে নেয় পিএসজি।

এই সাত বছরে ফরাসি জায়ান্টদের হয়ে এমবাপ্পে যে কতটা ধারাবাহিক পারফর্ম করেছেন সেটা তার পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। পিএসজির হয়ে ৩০৬ ম্যাচে এমবাপ্পের গোল ২৫৫ টি। সাথে অ্যাসিস্ট করেছেন ১০৮ গোলে।

এই ০৭ মৌসুমে লিগ ওয়ান জিতেছেন মোট ০৬ বার। ফ্রেঞ্চ কাপ জিতেছেন ০৩ বার। যদিও অনেক চেষ্টার পরও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা অধরাই থেকে গেছে।

চলতি মৌসুমেও ডর্টমুন্ডের কাছে হেরে সেমি থেকে বিদায় নিতে হয়েছে এমবাপ্পে-মার্কিনিওসদের। পিএসজির হয়ে এমবাপ্পে কেবল ২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে রানার্সআপ হয়েছিলেন।

আরও পড়ুন: ব্যালন ডি’অর নয়, ভিনির নজর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপায় 

ক্রিফোস্পোর্টস/১১মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল