Connect with us
ফুটবল

মাদ্রিদ ফেভারিট কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতবে ডর্টমুন্ড: রিভালদো

Madrid are favorites but Dortmund will win the Champions League: Rivaldo
রিভালদোর মতে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে ডর্টমুন্ড। ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়ন্স লিগের রাজা। লিগ বা অন্য টুর্নামেন্টে স্প্যানিশ জায়ান্টদের ফর্ম যেমনই কাটুক না কেন, চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসলেই রিয়াল মাদ্রিদ যেন অন্য রূপ ধারণ করে। যার প্রমাণ হিসেবে রিয়ালের ১৪ টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। আগামী ১ জুন রাত ১ টায় পনেরোতম শিরোপা ঘরে তোলার মিশনে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

ফাইনাল মহারণের আগে কোন দল এগিয়ে থাকছে ইতোমধ্যে সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। যেখানে অধিকাংশ ফুটবল ভক্ত ও বিশ্লেষকেরা ডর্টমুন্ডের চেয়ে রিয়ালকে লড়াইয়ে এগিয়ে রাখছেন। বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা রিভালদোও রিয়ালকেই ফেভারিট মানছেন। তিনি মনে করেন, রিয়াল ফেভারিট হলেও এবার শিরোপা জিতবে ডর্টমুন্ড।

পুরো মৌসুম জুড়ে ইউরোপের ৩২ দলের লড়াই শেষে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে আছে আর মাত্র দুইটি দল। ইউরোপ সেরার মুকুট উঠবে যে কোন এক দলের মাথায়। হয় জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড অথবা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ পাবে এই স্বীকৃতি। এমন অবস্থায় অবশ্য ১৪ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদই এগিয়ে আছে।

রিয়ালের প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ১৯৯৭ সালে। সেটিও আবার তাদের ইতিহাসের প্রথম ও একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ১ জুনের ফাইনালে বরুশিয়া তাই তাদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলার মিশনে মাঠে নামবে। অন্য দিকে রিয়ালের লক্ষ্য শিরোপার সংখ্যাটা ১৪ থেকে ১৫-তে নিয়ে যাওয়া। তাই খালি চোখে দেখলে ফাইনালে রিয়াল মাদ্রিদই এগিয়ে থাকবে।

ব্রাজিল ও বার্সার সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড রিভালদোও রিয়ালকেই ফেভারিট মানছেন কিন্তু তার মতে শিরোপা জিতবে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান জায়ান্টরা যেভাবে বড় বড় দলের বিরুদ্ধে লড়াই করে ফাইনালের মঞ্চ এসেছে তাতে তাদের হাতেই শিরোপা দেখছেন এই কিংবদন্তি।

বেটফেয়ারকে দেয়া সাক্ষাৎকারে রিভালদো বলেন, ‘ফাইনালে যে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড খেলবে, সেটা আমি কয়েক সপ্তাহ আগেই বলেছিলাম। এটাও বলেছিলাম, চ্যাম্পিয়ন হবে ডর্টমুন্ড। কোন সন্দেহ ছাড়াই মাদ্রিদ ফেভারিট কিন্তু ডর্টমুন্ডও এখানে নিজেদের প্রমাণ করেই এসেছে। এই কঠিন প্রতিযোগিতাটা কীভাবে খেলতে হয়, শক্তিশালী প্রতিপক্ষদের কীভাবে সামলাতে হয় সেটা তারা করে দেখিয়েছে।’

‘পিএসজির বিপক্ষে সেমিফাইনালের দুই লেগ জিতে ডর্টমুন্ড দেখিয়ে দিয়েছে তারা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। অবশ্যই রিয়াল ফেভারিট কিন্তু আমার মনে হয় শিরোপা জিতবে ডর্টমুন্ড’ – যোগ করেন রিভালদো।

আরও পড়ুন: গুঞ্জন সত্যি করে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে 

ক্রিফোস্পোর্টস/১১মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল