Connect with us
ক্রিকেট

অবসরে যাচ্ছেন টেস্টে ৭০০ উইকেট নেওয়া ইংলিশ পেসার

James Anderson announces retirement from Test Cricket
অবসরের ঘোষণা দিলেন জেমস অ্যান্ডারসন। ছবি- সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সংস্করণটিতে ৭০০ উইকেট নেওয়া পেসার জেমস অ্যান্ডারসন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে অবসররের ঘোষণা দেন ইংলিশ পেসার। যদিও ব্রিটিশ গণমাধ্যমের অনুমান ছিল, পাকিস্তান-ইংল্যান্ড নারী দলের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ চলাকালীন ধারাভাষ্য কক্ষ থেকে অ্যান্ডারসন টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা দেবেন। কিন্তু জিমি তার ক্যারিয়ারের বিদায়ী টেস্ট খেলবেন লর্ডসে।

ফেসবুকে জিমি লেখেন, আপনাদের সবাইকে জানাতে চাই, ‘গ্রীষ্মে লর্ডসে হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচটি আমার ক্যারিয়ারের শেষ টেস্ট হতে চলেছে। দেশকে প্রতিনিধিত্ব করার এই ২০ বছর অসাধারণ ছিল। ছোটবেলা থেকে যে খেলা আমার সবচেয়ে প্রিয় ছিল সেটাই এতদিন ধরে খেলেছি। ইংল্যান্ডের জার্সি গায়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা মিস করবো। কিন্তু আমি জানি, নিজে সরে গিয়ে আমার মত ইংল্যান্ডের স্বপ্ন বাজ তরুণদের দলে জায়গা পেতে সুযোগ করে দেওয়ার এটাই সঠিক সময়।’

‘ড্যানিয়েলা, লোলা, রুবি ও আমার বাবা-মায়ের ভালোবাসা ও সাহায্য ছাড়া আমার পক্ষে এতটা দূর আসা সম্ভব ছিল না। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাথে অন্যান্য খেলোয়াড় ও কোচদেরও ধন্যবাদ জানাই যারা এটিকে বিশ্বের সেরা কাজে পরিণত করেছেন।

ভবিষ্যতের নতুন চ্যালেঞ্জগুলোর জন্য আমি অনেক রোমাঞ্চিত। সেই সাথে সামনের দিনগুলো গল্ফ খেলে আরও উপভোগ করতে চাই।’

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের মতে, ইতোমধ্যে ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম টেস্টে জিমি অ্যান্ডারসনের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছেন। সে কারণে ১১০০০ মাইল দূরের নিউজিল্যান্ড থেকে নিজের পরিকল্পনা ও বিদায়ের ব্যাপারে অ্যান্ডারসনের সঙ্গে কথা বলতে ইংল্যান্ডে এসেছেন ম্যাককালাম। টেস্ট কোচের ইচ্ছা, ২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজ শুরুর আগেই ইংল্যান্ডের টেস্ট দলকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা। তার আগে উন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৬ টি টেস্ট ম্যাচ রয়েছে ইংলিশদের।

২০২৪ সালের শুরুতে ইংল্যান্ডের ভারত সফরে টেস্ট ক্রিকেটের তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছান জিমি। আর পেসার হিসেবে তিনিই একমাত্র বোলার যে এই কীর্তি গড়েছেন। তার উপরে সর্বোচ্চ টেস্ট উইকেট আছে মাত্র দুই জন বোলারের। ৮০০ উইকেট নিয়ে মুত্তিয়া মুরালিধরন আছেন তালিকার শীর্ষে। দুইয়ে থাকা শেন ওয়ার্নের উইকেট ৭০৮ টি।

জাতীয় দলের হয়ে অ্যান্ডারসন মোট ১৮৭ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৭০০ টি। টেস্ট ক্যারিয়ারে তিনি মোট ৫ উইকেট শিকার করেছেন ৩২ বার আর দুই ইনিংসে ১০ উইকেট নিয়েছেন মোট ৩ বার। ইনিংসে সেরা বোলিং ফিগার ৪২ রানের বিনিময়ে ৭ উইকেট। ব্যাট হাতে তার একটি অর্ধ শতকও রয়েছে।

৪২ বছর বয়সে এখনও টেস্ট ক্রিকেট চালিয়ে গেলেও রঙিন পোশাকের ক্রিকেট থেকে তিনি আরও আগেই অবসরে গিয়েছেন। ১৯৪ ওয়ানডেতে অ্যান্ডারসন ২৬৯ টি উইকেট নিয়েছেন। আর ১৯ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডান হাতি পেসারের উইকেট সংখ্যা ১৮ টি।

আরও পড়ুন: বিশ্বকাপে সাকিবের সামনে নতুন মাইলফলক ছোঁয়ার সুযোগ! 

ক্রিফোস্পোর্টস/১১মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট