চলতি বছরের নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে শনিবার (১১ মে) পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। প্রথম টেস্টটি অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরপর ৩০ নভেম্বর জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ১০ ও ১২ ডিসেম্বর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ সেন্ট কিটস অ্যান্ড নেভিসে অনুষ্ঠিত হবে।
১৫ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি, ১৭ ডিসেম্বর দ্বিতীয় এবং ১৯ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজের সমাপ্তি হবে। সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
একনজরে পূর্ণাঙ্গ সূচি:
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২২ নভেম্বর | প্রথম টেস্ট | অ্যান্টিগা |
৩০ নভেম্বর | দ্বিতীয় টেস্ট | জ্যামাইকা |
৮ ডিসেম্বর | প্রথম ওয়ানডে | সেন্ট কিটস অ্যান্ড নেভিস |
১০ ডিসেম্বর | দ্বিতীয় ওয়ানডে | সেন্ট কিটস অ্যান্ড নেভিস |
১২ ডিসেম্বর | তৃতীয় ওয়ানডে | সেন্ট কিটস অ্যান্ড নেভিস |
১৫ ডিসেম্বর | প্রথম টি-টোয়েন্টি | সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস |
১৭ ডিসেম্বর | দ্বিতীয় টি-টোয়েন্টি | সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস |
১৯ ডিসেম্বর | তৃতীয় টি-টোয়েন্টি | সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস |
আরও পড়ুন: বিশ্বকাপে সাকিবের সামনে নতুন মাইলফলক ছোঁয়ার সুযোগ!
ক্রিফোস্পোর্টস/১১মে২৪/বিটি