উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে খেলতে নেমে জিততে পারেনি ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। ম্যাচটিতে ১-০ গোল ব্যবধানে জিতে নিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় শঙ্কায় পড়েছে মেসি-নেইমার-এমবাপ্পেদের দল।
প্রথম লেগে জয়ের দেখা পাওয়ায় কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগে জার্মান জায়ান্টরা খেলবে নিজেদের মাঠে। সেই ম্যাচে জিতলে তো কোনো কথাই নেই, ড্র করলেও উঠে যাবে সেরা আটে। আবার এক গোলে হারলেও তৎক্ষণাৎ বাদ পড়ার কোনো সম্ভাবনা থাকছে না।
পার্ক দেস প্রিন্সে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে প্রায় সমানতালেই খেলেছে দুদল। তবে আক্রমণে তুলনামূলক বেশি ধার ছিল বায়ার্ন মিউনিখের। এরপরও প্রথমার্ধে আসেনি কেনো গোল। বিরতির পরপরই গোল কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় সফরকারীরা। ম্যাচের ৫৩তম মিনিটে জয় নির্ধারণী একমাত্র গোলটি করেন কিংসলে কোম্যান।
অন্যদিকে সমতায় ফিরতে শেষ পর্যন্ত এমবাপ্পেকেও মাঠে নামান ক্রিস্টোফার গালতিয়ার। আস্থার প্রতিদানও দিয়েছিলেন এমবাপ্পে। ম্যাচের ৮৩তম মিনিটে বল পাঠিয়েছিলেন বায়ার্নের জালে। কিন্তু ভারের মাধ্যমে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
এদিকে নির্ধারিত সময় শেষ হয়ে অতিরিক্ত সময়ের খেলা চলছিল। সময় যতই বাড়ছিল পিএসজি যেন ততই আক্রমণাত্মক হয়ে উঠছিল। এমন পরিস্থিতি সামাল দিতে গিয়ে অবৈধভাবে পিএসজির ফুটবলারকে বাধা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ডের মাধ্যমে কার্ড দেখেন বায়ার্ন মিউনিখের বেনজামিন পাভার্ট। তবে ম্যাচটি জার্মান জায়ান্টরাই জিতে নেয় ১-০ গোল ব্যবধানে।
আরও পড়ুন: নারী আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি
ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৩/এমএ