দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। চার-ছক্কার এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। ইতোমধ্যে ২০ দলের মধ্যে ১৮টি দল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এখন বাকী আছে বাংলাদেশ ও পাকিস্তান।
অবশ্য গত রোববারই বাংলাদেশের দল ঘোষণার কথা ছিল। বিসিবির নির্দেশনা পেলেই দল ঘোষণা করার কথা জানিয়েছিল বাংলাদেশের নির্বাচক প্যানেল। তবে সেটি না হলেও এবার দল ঘোষণার চূড়ান্ত সময় জানা গেছে।
সব জজল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল মঙ্গলবার (১৪ মে) আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, আগামীকাল দুপুর সাড়ে বারোটার দিকে দল ঘোষণা করা হতে পারে।
গত রোববার বিশ্বকাপ দল ঘোষণা না হলেও আজ (সোমবার) দল ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায় একদিন দেরিতে দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ। তবে সে ম্যাচে খেলতে পারেননি তাসকিন আহমেদ। মূলত পাঁজরে ব্যথা অনুভব করায় তাকে একাদশে রাখা হয়নি। পরবর্তীতে তার স্ক্যান করা হয়েছে এবং আজ রিপোর্ট এসেছে।
রিপোর্ট অনুযায়ী, তাসকিনের পেশিতে চিড় ধরা পড়েছে। তবে এমআরআই রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সেটা পেলেই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: এলপিএলে ডাম্বুলা থান্ডার্সের বিদেশি আইকন মুস্তাফিজ
ক্রিফোস্পোর্টস/১৩মে২৪/বিটি