সম্প্রতি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এই দ্বিপাক্ষিক সিরিজে তাদেরকে আতিথ্য দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সফরকারীদের দলপতি সিকান্দার রাজা। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে শুভকামনাও জানিয়েছেন এই অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির প্রতি কৃতজ্ঞতা ও বাংলাদেশকে শুভকামনা জানিয়ে রাজা লিখেছেন, ‘আমাদের পাশে থাকার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(বিসিবি) ধন্যবাদ এবং বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রতি রইল শুভকামনা।’
এই আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো লিখেছেন, ‘আমার দল, আমার পরিবার এবং আমি যে ভালবাসা পেয়েছি তার জন্য সকল বাংলাদেশিদের ধন্যবাদ জানাই এবং এর জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব।’
এরপর তিনি বাংলায় লিখেছেন ‘আমি তোমাদের ভালোবাসি।’
গত কয়েক বছরে ক্রিকেটে খারাপ সময় পার করছে জিম্বাবুয়ে। আগের মতো জৌলুস নেই তাদের ক্রিকেটে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা হয়নি সিকান্দার রাজাদের। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ করে নিয়েছে উগান্ডা।
তবে নিজেদের ক্রিকেটের মানোন্নয়নে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। বছরের শুরুর দিকে শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে সিকান্দার রাজারা। এবার বাংলাদেশের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছে দলটি।
একটা সময় বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে সমানে সমান লড়াই দেখা যেত। তবে বর্তমানে দুই দলের লড়াইয়ে অনেকটা একপেশে ক্রিকেটই চোখে পড়ে। তেমনি এই সিরিজেও খুব বেশি ভালো করতে পারেনি সফরকারীরা। সিরিজটি ৪-১ জিতে নিয়েছে টাইগাররা।
তবে সিরিজ হারলেও শেষ টি-টোয়েন্টিতে দাপটের সঙ্গে ৮ উইকেটে জয় তুলে নিয়ে জিম্বাবুয়ে। এই খারাপ সময়ে এ জয় নিয়েই হয়ত সন্তুষ্ট থাকবে রাজা-মুজারাবানিরা।
আরও পড়ুন: অবশেষে বিশ্বকাপের দল ঘোষণার সময় জানাল বিসিবি
ক্রিফোস্পোর্টস/১৩মে২৪/বিটি