সংযুক্ত আরব আমিরাতের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা হলেন মোহাম্মদ ওয়াসিম। এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন এই ওপেনার। আর নারীদের মধ্যে মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার হেইলি ম্যাথ্যুস। আজ সোমবার (১৩ মে) আইসিসি তাদের ওয়েবসাইটে মাসসেরাদের নাম প্রকাশ করেছে।
সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার দৌড়ে ওয়াসিমের প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও নামিবিয়ার অলরাউন্ডার জেরার্ড এরাসমাস। তবে পারফরম্যান্সে তাদের থেকে এগিয়ে থাকাতেই মাসসেরা নির্বাচিত হয়েছেন ওয়াসিম।
গত এপ্রিলে এশিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার কাপে চ্যাম্পিয়ন হয় আরব আমিরাত। এই টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেন ওয়াসিম। ৬ ইনিংসে ১৮২.৯৯ স্ট্রাইক রেট ও ৪৪.৮৩ গড়ে ২৬৯ রান করেন তিনি। যেখানে ফাইনালে সেঞ্চুরির পাশাপাশি তিনটি চল্লিশোর্ধ্ব ইনিংস রয়েছে তার।
এদিকে এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। যেখানে ৪ ইনিংসে ৮ উইকেট শিকার করে মাসসেরার দৌড়ে ছিলেন আফ্রিদি। এছাড়া জেরার্ড নামিবিয়ার হয়ে ব্যাট হাতে ৫ ইনিংসে ১৪৫ রানের পাশাপাশি বল হাতে ৪ ইনিংসে ৮টি উইকেট শিকার করেছেন।
অন্যদিকে নারী ক্রিকেটে ম্যাথুসের দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট ও শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে পাকিস্তান সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসির মাসসেরার পুরস্কার জিতে নিয়েছেন এই অলরাউন্ডার।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র সিরিজ থেকে বাদ তাসকিন, অনিশ্চিত বিশ্বকাপেও!
ক্রিফোস্পোর্টস/১৩মে২৪/বিটি