Connect with us
ক্রিকেট

কেন বাদ পড়লেন সাইফউদ্দিন? ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

Mohammad Saifuddin
বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯ তম দেশ হিসেবে আজ (১৪ মে) নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দলে কারা থাকছেন সেটা অবশ্য আগে থেকেই অনুমেয় থাকলেও দু’টি জায়গা নিয়ে দোলাচলে ছিল বিসিবির নির্বাচকেরা। একটি হলো চোটে পড়া তাসকিন আহমেদের জায়গা নিয়ে, অপরটি অতিরিক্ত পেসার হিসেবে সাইফউদ্দিন ও তানজিম সাকিবের মধ্যে সুযোগ পাবেন কে?

আজ দু’টি জায়গারই সমাধান করেছে বিসিবি। সহ-অধিনায়ক হয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন চোটাক্রান্ত তাসকিন। আর জিম্বাবুয়ে সিরিজে খরুচে বল করা সাইফউদ্দিনকে বাদ দিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম সাকিব। যদিও অনেকেরই ধারণা ছিল, বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাবেন সাইফউদ্দিন। কিন্তু শেষ সময়ের চমকে সেটি আর সম্ভব হলো না।

তবে স্কোয়াড ঘোষণার পর দলে সাইফউদ্দিন কেন জায়গা পেলেন না সেটিরও ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ প্রসঙ্গে লিপুর ভাষ্য, জিম্বাবুয়ের বিপক্ষে প্রয়োজনের সময়ে ইয়র্কার ডেলিভার করতে ব্যর্থ হয়েছেন সাইফউদ্দিন।

সবশেষ সিরিজে তিনি মোটে ৬ টি ইয়র্কার ডেলিভারি করতে পেরেছেন। সাইফউদ্দিনকে বাংলাদেশের পেসারদের মধ্যে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে নিজের দক্ষতার জায়গায় ব্যর্থ হওয়ায় মার খেয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

লিপু বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তানজিম সাকিবের যে পারফর্মেন্স ছিল সেটিই তাকে সাইফউদ্দিনের চেয়ে এগিয়ে দিয়েছে। তার ত্যাগ এবং উইকেট শিকারের যে তৃষ্ণা, সেটি চোখে পড়ার মত। ফিল্ডার হিসেবেও সাকিব দারুণ।’

সাইফউদ্দিনকে নিয়ে লিপুর ভাষ্য, ‘সে জিম্বাবুয়ের বিপক্ষে ডেথ ওভারে পর্যাপ্ত ইয়র্কার ডেলিভারি করতে পারেনি। সে ঘরোয়া ক্রিকেটে এটি (ইয়র্কার) সচরাচর করলেও জিম্বাবুয়ের বিপক্ষে করতে পারেনি৷ আবার শট পিচেও এমন কিছু বল করেছে যেগুলো ব্যাটসম্যানদের মাথার উপর দিয়ে গেছে। সাইফউদ্দিনই একমাত্র ক্রিকেটার যার নাম আমরা ৩০ এপ্রিল আইসিসির কাছে পাঠানো স্কোয়াডে রেখেও পরে সরিয়ে নিয়েছি।’

লিপুর কথা থেকেই স্পষ্ট, নিজের দক্ষতা সময় মত পূর্ণ ব্যবহার করতে না পারায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন। যার ফলে বিশ্বকাপের দরজা খুলেছে সুযোগের অপেক্ষায় থাকা তানজিম সাকিবের জন্য।

আরও পড়ুন: শেষ ছয় ম্যাচে ১৩ গড়, তবুও যে কারণে বিশ্বকাপ দলে লিটন 

ক্রিফোস্পোর্টস/১৪মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট