Connect with us
ফুটবল

প্রিমিয়ার লিগে লজ্জার রেকর্ড গড়লেন মার্টিনেজ

Martinez made a shameful record of own goal
লিভারপুল-ভিলা ম্যাচে আত্মঘাতী গোল করেন মার্টিনেজ। ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন গোলরকক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। টুর্নামেন্টজুড়ে দলের প্রতিটি জয়ে গোলপোস্টের নিচে অসাধারণ কিছু সেভ দিয়েছেন এই তারকা। তবে এবার অ্যাস্টন ভিলার এই আর্জেন্টাইন গোলরক্ষকের নামের পাশে একটি লজ্জাজনক রেকর্ডও যুক্ত হলো।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও গোলপোস্টের নিচে দুর্দান্ত সময় পার করছেন মার্টিনেজ। প্রিমিয়ার লিগে এখনো শীর্ষ চারে অবস্থান করছে তার দল। তবে অ্যাস্টন ভিলার হয়ে আত্মঘাতী গোলের দিক থেকে লজ্জাজনক রেকর্ডের ভাগীদার হয়েছেন তিনি।

প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি আত্মঘাতী গোলের রেকর্ডে শীর্ষে মার্টিনেজ। ‘অপ্টাজো’ বলছে, প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি আত্মঘাতী গোল করেছেন মার্টিনেজ। গোলরক্ষক হিসেবে এমন রেকর্ড আর কারোর নেই।

সোমবার রাতে ঘরের মাঠে লিভারপুলের মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা। ম্যাচ শুরুর দুই মিনিটেই মার্টিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। যার ফলে ঘরের মাঠে প্রায় হারতে বসেছিল ভিলা।

তবে শেষদিকে বদলি হিসেবে নামা জন ডুরানের জোড়া গোলে ৩-৩ এ ড্র করে মার্টিনেজরা। যার ফলে ১ পয়েন্ট নিয়ে শেষ চারে টিকে থাকার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে উনাই এমেরির দল।

ডুরানের গোলে শেষরক্ষা হলেও মার্টিনেজের আত্মঘাতী গোল নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তবে একজন বিশ্বমানের গোলরক্ষক হিসেবে আত্মঘাতী গোল আর এমন অপ্রত্যাশিত রেকর্ডের ভাগীদার নিশ্চয়ই হতে চাইবেন না কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লোব বিজয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষক।

আরও পড়ুন:
ব্যালন ডি’অর ২০২৪: বেলিংহামকে ছাড়িয়ে শীর্ষে ভিনিসিয়ুস
যুক্তরাষ্ট্র সিরিজে খেলবেন আফিফ, তাসকিনের বিকল্প হাসান

ক্রিফোস্পোর্টস/১৪মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল