সদ্য শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে সাইড স্ট্রেইনের চোটে পড়েন দলের পেস বোলিং বিভাগের মূল বোলার তাসকিন আহমেদ। ফলে বিশ্বকাপ দলে তাকে রাখা হবে কি না এ নিয়ে শঙ্কার সৃষ্টি হয়। কিন্তু সবাইকে আশ্বস্ত করে গতকাল (১৪ মে) তাসকিনসহ ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এমনকি বিশ্বকাপে তাসকিনের কাঁধে সহ-অধিনায়কের মত গুরুদায়িত্ব অর্পণ করেছে ক্রিকেট বোর্ড।
যদিও স্কোয়াডে থাকলেও আসরের শুরু থেকেই এই ডান হাতি পেসারকে পাওয়া যাবে কি না, সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু আজ টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত এ প্রসঙ্গে তাসকিনকে নিয়ে সুখবরই দিলেন। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত জানান, বিশ্বকাপের শুরু থেকেই দলের হয়ে খেলতে পারবেন তাসকিন আহমেদ।
আজ রাতে (১৫ মে) বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ। তার আগে পুরো দল ও টিম ম্যানেজমেন্টকে নিয়ে মিরপুরে অফিশিয়াল ফটোসেশন সম্পন্ন হয়। এর পরেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন টাইগার দলপতি।
সেখানেই তাসকিনের ইনজুরি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে নাজমুল শান্ত বলেন, ‘আমরা আশা করছি, তাসকিন প্রথম ম্যাচের আগেই সুস্থ নয়ে উঠবে। সেটা সম্ভব না হলে তখন ব্যাক আপ নিয়ে পরিকল্পনা করবে। মেডিকেল টিমের থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো, প্রথম ম্যাচ থেকেই তাসকিন খেলতে পারবে।’
বাংলাদেশ দলের এবারের বিশ্বকাপে লক্ষ্য সম্পর্কে জানতেও শান্তকে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে বরাবরের মত এবারও আশার বাণীই শোনালেন টাইগার কাপ্তান, ‘এবার ভালো কিছু হবে বলেই আশা করছি। আমাদের এবারের প্রস্তুতি ও সমন্বয় খুব ভালোভাবে হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মাঠে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আশা করি, বিশ্বকাপে সবাই নিজেদের কাজগুলো ভালো মত করতে পারবে।’
আরও পড়ুন: দল হোয়াইটওয়াশ, তবুও আইসিসি থেকে সুখবর পেলেন মারুফা-নাহিদা
ক্রিফোস্পোর্টস/১৫মে২৪/এমএস/বিটি