Connect with us
ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে সাকিবের শীর্ষস্থানে ভাগ বসালেন হাসারাঙ্গা

Hasaranga_Shakib
অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে হাসারাঙ্গা। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের পর দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন তিনি। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে ১০ মাস পরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের ঝলক দেখা গেল। যদিও লম্বা সময় পর দলে ফিরে বল হাতে দুর্দান্ত সময় কাটালেও ব্যাট হাতে ছিলেন নির্জীব।

আজ বুধবার (১৫ মে) টি-টোয়েন্টির সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ব্যাট হাতে অফ ফর্মে থাকার পরও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পরও তার রেটিং পয়েন্ট ২৩১ থেকে ৩ কমে বর্তমানে ২২৮ হয়েছে।

এতে অবশ্য সাকিবের সিংহাসন কিছুটা হুমকির মুখেও পড়েছে। কেননা সমান ২২৮ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের ঘাড়ে নিশ্বাস ফেলছেন শ্রীলঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা।

দুইয়ে থাকা এই অলরাউন্ডার সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষেই চলতি বছরের মার্চ মাসে সিলেটে। সিরিজের শেষ ম্যাচে সেবার ৪ ওভারে ৩২ রান খরচায় ৪ উইকেট পকেটে পুরেছিলেন হাসারাঙ্গা। আর ব্যাট হাতে খেলেছিলেন ১৩ বলে ১৫ রানের এক ইনিংস।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন আফগান তারকা মোহাম্মদ নবী। শীর্ষে থাকা সাকিবের চেয়ে নবীর পয়েন্টের পার্থক্য মাত্র ১০।

বাংলাদেশের বিপক্ষে ভালো পারফর্মের সুফল পেয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাও। ছয় থেকে দুই ধাপ এগিয়ে তালিকার চারে উঠে এসেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই তারকা অলরাউন্ডার। তালিকার পাঁচে আছেন বিধ্বংসী প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম।

আর বোলিং বিভাগে দুই টাইগার পেসার উন্নতির মুখ দেখেছেন। তিন ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। আর পাঁচ ধাপ উন্নতির করা মুস্তাফিজুর রহমানের বর্তমান স্থান তালিকার ২৫ নম্বরে।

আরও পড়ুন: তাসকিনকে নিয়ে সুখবর দিলেন অধিনায়ক শান্ত 

ক্রিফোস্পোর্টস/১৫মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট