Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে শিরোপা জয়ের প্রত্যয় তাওহীদ হৃদয়ের কণ্ঠে

Towhid Hridoy
বিশ্বকাপ শিরোপা জয়ে নজর হৃদয়ের। ছবি- সংগৃহীত

আগামী মাস থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে গতকাল রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ মিশনে নামার আগে অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে টাইগাররা। তবে সাকিব-শান্তদের মূল লক্ষ্য বিশ্বকাপ। এবার বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানালেন টাইগার ক্রিকেটাররা।

আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক আসরটিতে বাংলাদেশের লক্ষ্য পূর্বের চেয়ে আরও ভালো ক্রিকেট উপহার দেওয়া। সে লক্ষ্যে গতকাল দেশ ছাড়ার আগে নিজেদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন বিশ্বকাপে সুযোগ পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা। তাদের সে কথাগুলো একত্র করে বিসিবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে।

ভিডিওতে দেখা যায় ভালো খেলা নয়, তাওহীদ হৃদয়ের লক্ষ্য এবার বিশ্বকাপ শিরোপায়। এর আগে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০২০ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। এবার জাতীয় দলকেও শিরোপা উপহার দিতে চান ২৩ বছর বয়সী এই তরুণ। তাওহীদ বলেন, ‘বিশ্বকাপের মত আসরে ভালো খেলা নয়, আমরা শিরোপা জিততে চাই। এটা আমাদের সবারই লক্ষ্য।’

অন্য দিকে তাসকিনের লক্ষ্য অবশ্য তাওহীদের মত এত বড় নয়। বাংলাদেশ দল সুপার এইটে যাবে বলে বিশ্বাস করেন তাসকিন। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তাসকিন বলেন, ‘আমার বিশ্বাস আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো ইন শা আল্লাহ।’

এই দু’জনের মত অবশ্য নির্দিষ্ট করে লক্ষ্যের কথা জানাননি প্রথমবারের মত দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাওয়া শান্ত। এ প্রসঙ্গে বাংলাদেশ দলপতি বলেন, ‘দল হিসেবে আমাদের লক্ষ্য অনেক ভালো ক্রিকেট খেলা। বিশ্বকাপে ভালো জায়গায় যেতে চাই আমরা।’

অপরদিকে একমাত্র বাংলাদেশি হিসেবে নবম বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব আল হাসান জানান, ‘আমি চাই দেশের হয়ে অবদান রাখতে। দলের হয়ে যেন ভালো ক্রিকেট খেলতে পারি।’

ধারণা করা হচ্ছে সাকিবের মত মাহমুদুল্লাহরও এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। দেশ ছাড়ার আগে অধিনায়ক শান্তর প্রশংসা করে মাহমুদুল্লাহ বলেন, ‘শান্তর নেতৃত্বগুণ অনেক ভালো। ইনশা আল্লাহ দেশের জন্য শান্ত ভালো কিছুই করতে পারবে।’ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে।

আরও পড়ুন: মধ্যরাতে দেশ ছাড়লো বাংলাদেশের বিশ্বকাপ দল 

এক নজরে সুনীল ছেত্রীর ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার

ক্রিফোস্পোর্টস/১৬মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট