টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গতকাল ভোরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে হিউস্টনে অবস্থান করছে শান্ত-সাকিবরা। দেশ ছাড়ার আগে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ভাবনার কথা জানিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা। সেখানে দলের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিজের শিষ্যদের নিয়েও প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
‘দ্য রেড এন্ড গ্রিন স্টোরি’ নামে বিসিবির বিশেষ আয়োজনের দ্বিতীয় অংশে ক্রিকেটারদের নিয়ে প্রশংসা ঝরান হাথুরু। দলের কাপ্তান শান্তকে নিয়ে হেড কোচ বলেন, ‘শান্ত আমাদের দলের খুব ভালো একজন নেতা যার নেতৃত্বগুণ অনেক ভালো। ড্রেসিংরুমে সে সবার সাথে মিশতে পারে এবং মাঠেও শান্ত অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই প্রথম বিশ্বকাপের মত আসরে এত বড় দায়িত্ব পেয়েছে সে। আমার মনে হয়, এই নতুন চ্যালেঞ্জের জন্য সে পুরোপুরি প্রস্তুত।’
অফ ফর্মে থাকা ওপেনার লিটনকে নিয়ে হাথুরুর ভাষ্য,’বিশ্বকাপে লিটনের থেকে আমার প্রত্যাশা অনেক। ও আমাদের দলের অন্যতম সেরা ব্যাটার, পাশাপাশি ফিল্ডার হিসেবেও ও খুব ভালো। লিটন এতটাই প্রতিভাবান যে সে স্লিপ, আউটফিল্ড যে কোন পজিশনেই ফিল্ডিং করতে পারে। ও খুব ভালো খেলা বুঝে। দলকে টেকনিক্যালি সহযোগিতা করার ক্ষমতা আছে তার।’
দলের সহ-অধিনায়ক তাসকিনকেও প্রশংসা বন্যায় ভাসিয়েছেন টাইগার বস, ‘তাসকিন ভালো মুডে থাকলে তার থেকে সেরা আউটপুট পাওয়া যায়। ও সব সময় দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করে। দলের মধ্যে ও সব থেকে জনপ্রিয় ক্রিকেটার। ও সব সময় কীভাবে নিজের উন্নতি করা যায় সেই চেষ্টা করে।’
সাকিবকে নিয়ে হাথুরুসিংহের বিশ্বাস, এবারের বিশ্বকাপ আসর তার ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ হতে যাচ্ছে, ‘সাকিব একজন কিংবদন্তি। সে এখন পর্যন্ত সবকটি বিশ্বকাপেই অংশ নিয়েছে। আমি আশা করি, সামনের বিশ্বকাপ তার সেরা আসর হতে চলেছে। সাকিব খুব ভালো ক্রিকেট বুঝে। খেলোয়াড়দের সঙ্গে ওর সম্পর্ক দারুণ। সে নেতা হিসেবে অসাধারণ।’
নিজের শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া মাহমুদুল্লাহকে নিয়ে হাথুরু বলেন, ‘মাহমুদুল্লাহ আমাদের দলের স্পিরিট। দলে স্থিরতা নিয়ে আসার অসাধারণ ক্ষমতা আছে তার। তার কথা দলের খেলোয়াড়েরা খুব গুরুত্ব সহকারে শোনে। আর সাম্প্রতিক তার ব্যাটিং অ্যাপ্রোচেও অনেক পরিবর্তন এসেছে। সে এখন অনেক ভয়ডরহীন ক্রিকেট খেলে। চাপের পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ব্যাট করতে পারে সে।’
স্কোয়াডের বাকি সদস্যদের নিয়েও হাথুরুসিংহে তার আশার বাণী শোনান।
আরও পড়ুন: রোহিতের পর বিরাটও চান আইপিএলের ‘একটি নিয়ম’ বাদ হোক
ক্রিফোস্পোর্টস/১৮মে২৪/এমএস/বিটি