Connect with us
ক্রিকেট

খারাপ সময়ে প্রধান কোচকে পাশে পেলেন হার্দিক

Mark Boucher's condolences on Hardik's sad situation
হার্দিকের করুণ পরিস্থিতি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন মার্ক বাউচার। ছবি- সংগৃহীত

গুজরাট টাইটান্স থেকে মোটা অর্থের বিনিময়ে হার্দিক পান্ডিয়াকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। দলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বাইয়ের অধিনায়কত্বও দেওয়া হয়েছিল। কিন্তু ‘ঘরে ফেরা’টা মোটেই সুখকর হলো না এই ভারতীয় অলরাউন্ডারের জন্য। ঘরের মাঠে প্রতি ম্যাচেই দর্শকদের দুয়োধ্বনি তো শুনেছেনই, দলের শেষ ম্যাচে মন্থর গতির বোলিংয়ের জন্য গুনতে হয়েছে মোটা অঙ্কের জরিমানাও।

আইপিএল থেকে সবার আগে বাদ পড়া মুম্বাই ইন্ডিয়ান্সের গতকাল ছিল আসরের শেষ ম্যাচ।
গতকাল লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচেও সেই হারই সঙ্গী হয়েছে হার্দিক পান্ডিয়ার দলের। সাথে স্লো ওভার রেটের কারণে ৩০ লাখ টাকা জরিমানার সঙ্গে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। চলতি আসরে আর ম্যাচ না থাকায় তাই ২০২৫ সালের আসরে প্রথম ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার।

দলকে পাঁচ বার শিরোপা জেতানো রোহিতকে সরিয়ে চলতি আসরে হার্দিককে মুম্বাইয়ের অধিনায়ক করা হয়। কিন্তু দায়িত্ব পেয়ে ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সে ভরাডুবি হওয়ায় প্রতিটি ম্যাচে নিয়মিত মুম্বাইয়ের দর্শকদের থেকে দুয়ো শুনতে হয়েছে তাকে। এই সময়ে রোহিতকে আরও বাড়তি সমর্থন জুগিয়ে গেছেন সমর্থকরা। গতকাল রাতে দলের শেষ ম্যাচেও যার ব্যত্যয় ঘটেনি। গতকাল হার্দিক যতবারই বল করতে এসেছে ততবারই রোহিতের নামে গ্যালারি প্রকম্পিত করেছে সমর্থকেরা।

অন্যদিকে, দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে ভুল করেননি ভারত কাপ্তান। আসরের শেষ ম্যাচে ৩৮ বলে খেলেছেন ৬৮ রানের এক অনবদ্য ইনিংস। যদিও ম্যাচটি ১৮ রানে হেরে গেছে মুম্বাই। ধারণা করা হচ্ছে মুম্বাইয়ের জার্সিতে এটা রোহিতের শেষ ম্যাচ ছিল। সামনের আসরে দল পাল্টাতে পারেন মুম্বাইকে ৫ বার চ্যাম্পিয়ন করা হিটম্যান খ্যাত রোহিত শর্মা।

তবে ম্যাচ শেষে দলের ও অধিনায়ক হার্দিকের জন্য সহানুভূতিই প্রকাশ পেয়েছে দলের হেড কোচ মার্ক বাউচারের কণ্ঠে, ‘হার্দিকের জন্য আমার খুব খারাপ লেগেছে। কারো জন্যই এভাবে দুয়ো শোনাটা কাম্য নয়। এমন অভিজ্ঞতা কেউই নিতে চাইবে না। আগামীতে আমাদের কিছু জিনিসে পরিবর্তন আনতে হবে।’

মুম্বাইয়ে নিজের প্রথম দফায় হার্দিক দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। ব্যাট-বল হাতে দলের শিরোপা জয়ে রেখেছেন অবদান। দুই মৌসুম আগে গুজরাটে পাড়ি জমিয়ে অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমেই দলকে শিরোপা জিতিয়েছিলেন। আর পরের মৌসুমে ফাইনালে তুলেছিলেন।

এরপরই চলতি মৌসুমের আগে মোটা অর্থ ব্যয় করে হার্দিককে ফের মুম্বাই নিজেদের ডেরায় ফিরিয়ে আনে। রোহিতকে সরিয়ে তার কাঁধেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। কিন্তু ঘরে ফেরার অভিজ্ঞতাটা মোটেই স্মরণীয় হয়ে রইলো না হার্দিক পান্ডিয়ার জন্য।

তবে আগামী মৌসুমেও তাকে এই দায়িত্বে রাখা হবে কি না তা নিয়ে এখনো খোলাসা করে কিছু বলেননি বাউচার, ‘হার্দিক নিজেও তার পারফর্মেন্স নিয়ে খুশি নয়। অধিনায়কের দায়িত্বে সে কিছু ম্যাচে ভালোই ছিল। তার আশেপাশে যা হয়েছে সেটা তার জন্য কঠিন ছিল। তবে এসব নিয়ে ভাবার এখনই আদর্শ সময় নয়। এই হতাশাগ্রস্ত সময়ে এসব নিয়ে এখন ভাবাটা ঠিক হবে না। এসব নিয়ে ভাববার আরও সময় আছে।’

আরও পড়ুন: বিশ্বকাপ দল নিয়ে নিজের ভাবনার কথা জানালেন হাথুরুসিংহে 

ক্রিফোস্পোর্টস/১৮মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট