Connect with us
ক্রিকেট

আইপিএল থেকে বিদায় নিয়ে মুস্তাফিজকে স্মরণ করলেন চেন্নাই দলপতি

Chennai captain remembers Mustafiz after being left out of IPL
মুস্তাফিজ ও রুতুরাজ। ছবি- সংগৃহীত

চলতি আইপিএলে শেষ চারে যাওয়ার লড়াইয়ের ম্যাচে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে বেঙ্গালুরু। টানা ৬ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর রূপকথার গল্প লিখল কোহলি-ডু-প্লেসিরা। তবে এই ম্যাচে দলের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমানকে মিস করেছে চেন্নাই।

শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক ফাফ ডু-প্লেসির অর্ধশতকের সুবাদে ২১৮ রানের পুঁজি পায় স্বাগতিকরা। প্লে-অফে যেতে হলে চেন্নাইকে ২০০ রানে মধ্যে আটকাতে হতো বেঙ্গালুরুকে। আর বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে ২৭ রানে হারায় ধোনিদের।

ফলে চেন্নাইয়ের সমান ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় প্লে-অফ নিশ্চিত করে বেঙ্গালুরু। আর বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়নরা।

আসরের শুরু থেকেই ইনজুরির সমস্যায় ভুগেছে চেন্নাই শিবির। চোটের কারণে খেলতে পারিনি কিউই ওপেনার ডেভন কনওয়ে। খেলতে পারেননি লঙ্কান পেসার মাথিসা পাথিরানাও। মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচ থেকে ছন্দে থাকলেও মাঝপথে তাকে বিদায় জানাতে হয় হলুদ জার্সিকে।৷ সব মিলিয়ে এবারের আইপিএল দুঃস্বপ্নের মত কাটলো চেন্নাইয়ের।

বেঙ্গালুরুর কাছে হারার পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ বলেন, ‘এটা ভালো উইকেট ছিল।এখানে টার্ন এবং গ্রিপ হচ্ছিল স্পিনারদের জন্য।এবারের আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ জয় নিয়ে আমরা খুশি। চোট এবং কনওয়ের না থাকার অনেক পার্থক্য গড়ে দিয়েছে। পাথিরানা চোটে ছিল, আমরা মুস্তাফিজকেও অনেক মিস করেছি। যখন আপনার চোট সমস্যা থাকবে তখন দলের ভারসাম্য ঠিক রাখা কঠিন হবে। আমার কাছে ব্যক্তিগত নজির একদমই গুরুত্ব বহন করে না। দিনশেষেই জেতাটাই আসল পুরস্কার।’

আরও পড়ুন: চেন্নাইকে বিদায় করে শেষ চারে বেঙ্গালুরু 

আরও পড়ুন: ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ডের জন্ম দিলো লেভারকুসেন 

ক্রিফোস্পোর্টস/১৯মে২৪/এইচআই/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট