Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৪: প্লে-অফে কবে কে কার মুখোমুখি হবে?

IPL 2024_ Play-Off
প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা, হায়দরাবাদ, রাজস্থান ও বেঙ্গালুরু। ছবি- সংগৃহীত

অবশেষে সমাপ্ত হলো আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ। গত শনিবার (১৮ মে) চেন্নাইকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে বেঙ্গালুরু। ১৯ পয়েন্ট নিয়ে আগেই শীর্ষে ছিল কলকাতা। তবে দুইয়ে কে থাকবে, রাজস্থান নাকি হায়দরাবাদ সেটা নিশ্চিত ছিল না। আর শীর্ষ দুইয়ে জায়গা পাকাপোক্ত করতে আসরের শেষ দুই ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ ছিল পাঞ্জাব এবং রাজস্থানের প্রতিপক্ষ ছিল কলকাতা।

রবিবার (১৯ মে) পাঞ্জাবকে হারিয়ে হায়দরাবাদ ২ পয়েন্ট পেলেও রাজস্থান-কলকাতার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। তবে দু’দলেরই সমান ১৭ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ দুইয়ে কলকাতার পাশাপাশি জায়গা নিশ্চিত হলো হায়দরাবাদের। আর তিন ও চারে রয়েছে যথাক্রমে রাজস্থান ও বেঙ্গালুরু।

আগামী মঙ্গলবার (২১ মে) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। পরদিন ২২ মে এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দুটো ম্যাচই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটর জয়ী ও প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল মুখোমুখি হবে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রাত ৮ টায় শুরু হবে ম্যাচটি।

আরও পড়ুন: সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে হামজাকে!

ক্রিফোস্পোর্টস/২০মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট