টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে নিজেদের শেষ সময়ে ঝালিয়ে নিয়ে ১ জুন ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপরই বিশ্বকাপ মিশন শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। এবার বিশ্বকাপে টাইগারদের সম্ভাবনা নিয়ে নিজের ভাবনার কথা জানালেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজা।
আজ সোমবার (২০ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ম্যাশ। এ সময় সাবেক কাপ্তানের কাছে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে মাশরাফি দল নিয়ে ভালো কিছুর প্রত্যাশাই ব্যক্ত করেন।
মাশরাফি জানান, এখনো বিশ্বকাপের পুরো স্কোয়াড তার দেখা হয়নি। তবে দল হিসেবে ভালো করার সম্ভাবনা আছেন বলে মনে করেন।
নিজের কথা জানাতে গিয়ে ম্যাশ বলেন, ‘আমি এখনো পুরো স্কোয়াড দেখি নাই, ভালোভাবে জানিও না। বাংলাদেশের প্রতিটি মানুষের আশা দল বিশ্বকাপে ভালো করবে। বাংলাদেশ যেভাবেই খেলুক আর যেভাবেই সুযোগ পাক না কেন। আমার প্রত্যাশাও এর চেয়ে ভিন্ন কিছু হবে না।’
মাশরাফি স্কোয়াড নিয়ে আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমাদের কমন কিছু প্লেয়ারদের ব্যাপারে শুনেছি এবং দেখেছি। কিন্তু এখনো পুরো স্কোয়াড দেখা হয়নি।’
সাকিবের থেকে প্রত্যাশা কেমন সে ব্যাপারে সাবেক টাইগার কাপ্তান বলেন, ‘সাকিবের ব্যাপারে আলাদা করে বলার কিছু দেখি না। ও সব সময়ই দলের সেরা পারফর্মার। ওর থেকে বিশ্বকাপেও সেরা পারফর্মেন্সই আশা করবো।’
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে যাদের দেখছেন মোহাম্মদ কাইফ
ক্রিফোস্পোর্টস/২০মে২৪/এমএস/বিটি