টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে-র প্রথম ছয় ওভার বোলারদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং। আর যদি হয় স্পিনার, তাহলে কাজটা আরো বেশি কঠিন হয়ে দাঁড়ায়। আর সেই কঠিন কাজটাই বাংলাদেশের হয়ে নিয়মিত করে যাচ্ছেন অফ স্পিনার শেখ মেহেদি হাসান।
ইনিংসের শুরুতেই প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পাওয়ার প্লেতে বেশ কার্যকর মেহেদি। গত কয়েক বছর ধরে বেশ দক্ষতার সঙ্গেই পাওয়ার প্লেতে বোলিং করছেন তিনি। তবে এই কাজটা মোটেও উপভোগ করেন না এই বোলিং অলরাউন্ডার। তার কাছে এটা উপভোগের চেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের চাওয়া-পাওয়া ও প্রত্যাশা নিয়ে ‘দ্য গ্রিন রেড স্টোরি’ নামে একটি ধারাবাহিক তৈরি করেছে বিসিবি। তারই এক পর্বে পাওয়ার প্লেতে বোলিং নিয়ে কথা বলেছেন মেহেদি।
এই অফ স্পিনার বলেন, ‘পাওয়ার প্লেতে বোলিং উপভোগ করার থেকে চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট, পাওয়ার প্লে রানের খেলা। তো এখানে যত কম রানে আটকানো যায় বোলিং করে। এই চ্যালেঞ্জটা বেশি থাকে। উপভোগ করার চেয়ে কঠিন পরিস্থিতি থাকে পাওয়ার প্লেতে।’
উপভোগ করছেন না, তবে উপভোগ করতে পারলে দল অনেক সুবিধা পায় বলে মনে করেন এই অফ স্পিনার, ‘উপভোগটা একদমই নেই, ওখানে যদি উপভোগটা করতে পারি, তাহলে দলের সুবিধা বেশি হয়।’
আরও পড়ুন: কোপা আমেরিকা : গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?
ক্রিফোস্পোর্টস/২১মে২৪/বিটি