Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

বিসিবির ‘দ্যা গ্রিন রেড স্টোরিতে’ সবকিছু তুলে ধরলেন লিটন

bvnews 24 Liton Das
বিসিবির দ্যা গ্রিন রেড স্টোরি ডকুমেন্টারিতে কথা বলেছেন লিটন

দীর্ঘদিন ফর্মহীনতায় ভুগছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। ব্যাটার লিটনকে নিয়ে সমালোচনার যেন শেষ নেই। ব্যাটে নেই রান, তবুও বিশ্বকাপ দলে জায়গা পাওয়ায় ক্রিকেট সমর্থকরা সমালোচনার তীরে বিদ্ধ করেছেন। লিটনও চাইছেন তার কাছে সবার যেই চাওয়া তা পূরণ হোক। তাই রানে ফিরতে মরিয়া তিনি।

বিশ্বকাপের পূর্বে বিসিবির দ্যা গ্রিন রেড স্টোরি নামে ডকুমেন্টারিতে দল এবং নিজের সম্পর্কে লিটন দাস করুণ কন্ঠে বললেন, ‘বিশ্বকাপে চেষ্টা থাকবে অনেক অপেক্ষার অবসান ঘটানোর।’

এই ডকুমেন্টারিতে গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ টিম সম্পর্কে লিটন বলেন, ২০২১ এবং ২২ বিশ্বকাপে দল হিসাবে আমরা যতটা আশা করেছিলাম অতটা ভালো করতে পারিনি। ২০২২ বিশ্বকাপে আমরা ডিফারেন্ট কন্ডিশনে ছিলাম। হয়তো বা বড় কোন দলের সাথে আমরা জিততে পারেনি কিন্তু খারাপ হয়নি।

২০২২ বিশ্বকাপে নিজের ফর্মহীনতা সম্পর্কেও বলেছেন এই ওপেনার। তিনি বলেন, আমি নিজেকে কোন নাম্বার দিব না। আমি যেই লেবেলের প্লেয়ার আমার যা পারফরম্যান্স করা উচিত আমি করতে পারিনি। আমি যদি আগের দুটি বিশ্বকাপে ১০০ না করি আর যদি এই বিশ্বকাপে ১০১ করি তাহলে ভালো কিছু করছি। যা করিনি তার থেকে ভালো কিছু করার চেষ্টা করব।’

বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না। সেই বিষয়ে এই টপ অর্ডার বলেন, শুধু আমি না বাংলাদেশের সব টপঅর্ডাররা এটা নিয়ে চিন্তা করে। টি-টোয়েন্টি ফরমেটে এটা সহজ বিষয় নয়, যে গেলাম আর ১০০ মেরে চলে আসলাম ওয়ার্ল্ড ক্রিকেট অন্যভাবে চলছে। আমি আইপিএলের কথা বলবো না কারণ ফ্রাঞ্চাইজি লিগগুলো টোটালি আলাদা। যদি আপনি আন্তর্জাতিক ক্রিকেট দেখেন সেখানে ১০০ হয় কিন্তু খুব কম। আমাদেরও সুযোগ আছে। আমাদের টপ অর্ডাররাও ভালো কিছু করবে।’

লিটন দাস এই পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৪টি বিশ্বকাপ খেলেছেন। স্মরণীয় বিশ্বকাপের কথা জানতে চাইলে তিনি বলেন, ২০১৯ এর বিশ্বকাপ আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ আমরা সে বিশ্বকাপে কয়েকটি ম্যাচ জিতেছিলাম। সব থেকে বেশি স্মরণীয় থাকত আমরা যদি ২০২২ এর বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওই ম্যাচটা জিততাম।

এছাড়াও খারাপ পরিস্থিতিতে মোকাবেলার পরামর্শ দিতে গিয়ে এই ডানহাতি ব্যাটার বলেন, ‘ভালো সময়ের পারফরমেন্স ধরে রাখা গুরুত্বপূর্ণ। আমি যদি উদাহরণ দিই তাহলে তৌহিদ হৃদয়ের কথা বলতে পারি। সে বেশ কয়েকটা ম্যাচ ভালো পারফরম্যান্স করেছে এবং মোমেন্টাম নিয়ে যাচ্ছে। এটা দারুণ বিষয়।’

নিজের অফফর্মের সময়ের কথা উল্লেখ করে লিটন বলেন, খারাপ সময় ওভার থিংকিং করা যাবে না। আপনি যত চিন্তা করবেন আপনার জন্য ততই বিষয়টা খারাপ হবে। খারাপ সময়ে আপনাকে বেশি বেশি কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু আমার মনে হয় এ সময় কুল এন্ড ডাউন থাকাটাই বেশি জরুরি।

শান্তর অধিনায়কত্ব সম্পর্কে লিটন বলেন, শেষ কয়েকটি সিরিজে ও নেতৃত্ব দিচ্ছে। ওর নেতৃত্ব আমার খুবই ভালো লাগছে। ও নতুন আসছে এবং তিন ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পেয়েছে। ও নিজেকে উন্নতি করছে এবং খুবই ভালো করছে।

এছাড়াও সাকিব এবং মাহমুদুল্লাহ সম্পর্কে লিটন বলেন, সাকিব ভাইকে দেখে মনে হয় না উনি পুরাতন প্লেয়ার। সবার সাথে অনেক বন্ধুত্বসূলভ আচরণ করেন। এমনকি রিয়াদ ভাইও অনেক ফ্রেন্ডলি। তারা সবাই জুনিয়রদের সাথে বন্ধুর মতো আচরণ করে। বিষয়টা দারুণ। ‘

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে এই ব্যাটার বলেন, ২২ বিশ্বকাপের পর থেকে আমাদের দলটা ভারসাম্য বজায় রেখেছে। আমরা অনেক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সিরিজ জিতেছি। আমার মনে হয় বিশ্বকাপে আলাদা প্রেসার থাকবে। এটা সব দলেরই থাকে। আমরা যদি ভালো এবং ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে।

সর্বশেষে আক্ষেপ নিয়ে দর্শকদের সম্পর্কে তিনি বলেন, মাঠে দর্শকরা আমাদের খুবই বিরক্ত করে। আমরা মাঠে ১১ জন থাকি। দর্শকেরা যদি আমাদের সাপোর্ট দেয় এটা আমাদের অনেক হেল্পফুল হয়।

আরও পড়ুন: আর্জেন্টিনা দলে জায়গা হলো না দিবালার, কী পরিকল্পনা স্কালোনির?

ক্রিফোস্পোর্টস/২১মে২৪/এইচএ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি