লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৪ আসরের নিলাম শুরু হতে যাচ্ছে আজ মঙ্গলবার (২১ মে)। এই নিলামের পূর্বে ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের প্লেয়ারদের ধরে রেখেছে এবং বাকিদের ছেড়ে দিয়েছে। গতবারে কয়েকটা ম্যাচ দুর্দান্ত পারফরমেন্স করো তৌহিদ হৃদয়কে দলে রাখেনি জাফনা কিংস। সাকিব আল হাসানকে রিটেইন করেনি তার দল গল টাইটানসও। তবে মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ডাম্বুলা।
নিলামের আগে ডাম্বুলা দলে ভিড়িয়েছে আরও পাঁচজনকে। মুস্তাফিজ সতীর্থ হিসাবে পাবেন আরেক বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কাকে। এছাড়াও থাকছেন আরেক বাহাতি পেসার নুয়ান থুসারা। স্পিনার থাকছেন দুশ্মন্ত হেমান্ত এবং প্রবীন জয়াবিক্রমা। আফগানিস্তানের ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানের সাথেও চুক্তি করেছে ফ্রাঞ্চাইজিটি।
হৃদয়ের গেলবারের দল জাফনা কিংস দলের সাথে যুক্ত করেছে দুই লংকান ওপেনার কুশাল মেন্ডিস ও আভিষ্কা ফার্নান্ডোকে। চারিথ আসালাঙ্কা ও বিজয়কান্ত বিয়াসকান্তকে ধরে রেখেছে এই ফ্রাঞ্চাইজিটি। এছাড়াও দুই আফগান নূর আহমেদ ও আজমতউল্লাহ ওমরজাইও থাকবেন জাফনা শিবিরে।
সাকিবকে ধরে রাখেনি তার গতবারের দল গল টাইটান্স। তবে এলপিএল চলাকালীন সাকিব ব্যস্ত থাকবেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলতে। বিশ্বকাপের পর ১ জুলাই থেকে শুরু হবে এবারের এলপিএল। তারপর ৬ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেট। গল সরাসরি স্কোয়াডে যুক্ত করেছে দুই বিদেশি আলেক্স হেলস এবং টিম শেইফার্টকে। এছাড়াও গলের ড্রেসিংরুমে থাকছে দেশীয় খেলোয়াড় ভানুকা রাজাপাকসে। নিরোশান ডিকওয়েলা, মাহিশ থিকশানা ও লাসিথ ক্রসপুলেরা সঙ্গ পাবে ব্রিটিশ ক্রিকেটার হেলসকে।
লংকান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে ক্যান্ডি ডাগআউটে থাকবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশমন্ত চামিরা ও কামিন্দু মেন্ডিস। দুই ক্যারিবিয়ান আন্দ্রে ফ্লেচার ও কাইল মায়ার্সও ক্যান্ডির হয়ে আসর মতাবে।
কলম্বো পাক অলরাউন্ডার শাদাব খান ও নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে ভিড়িয়েছে তাদের ডেরায়। দেশিদের মধ্যে থাকছে দুই অলরাউন্ডার চামিকা করুনারত্নে ও থিসারা পেরেরা। এছাড়াও আছেন সাদিরা সামারাবিক্রমা ও নিপুন ধনঞ্জয়া।
আরও পড়ুন: আজ শুরু বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ, সরাসরি দেখা যাবে অনলাইনেও
ক্রিফোস্পোর্টস/২১মে২৪/এইচএ/এজে