ধীরে ধীরে এগিয়ে আসছে আসন্ন বিশ্বকাপের দিনক্ষণ। আসর শুরুর আগে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেক দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশ নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। সেই ম্যাচের ভেন্যু ও সময় চূড়ান্ত হয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বিশ্বকাপের উদ্বোধনের দিনে তথা আগামী ১ জুন দুই প্রতিবেশীদের মধ্যকার এই প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে। নাগরিক টিভি খেলাটি সরাসরি দেখাবে। শুধু তাই নয়, বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ দিয়ে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামটি উদ্বোধন করা হবে।
এই স্টেডিয়ামটিতে ৩৪ হাজার দর্শক এক সাথে বসে খেলা দেখতে পারবে। বিশ্বকাপের গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ভেন্যুতে বাংলাদেশেরও একটি ম্যাচ আছে। ১০ জুন এই দুই দেশ মুখোমুখি হবে। এছাড়াও সর্বমোট ৮টি ম্যাচ আয়োজন করা হবে এই ভেন্যুতে।
ভারত ছাড়াও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেই ম্যাচের সময় ও ভেন্যু আগেই প্রকাশ করেছে আইসিসি। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ মে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা ও স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি।
আরও পড়ুন: বাংলাদেশের সম্মান বাঁচানোর ম্যাচসহ আজকের খেলা (২৩ মে ২৪)
ক্রিফোস্পোর্টস/২৩মে২৪/এইচআই/এজে