ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। আইপিএল ইতিহাসেরও অন্যতম সেরা ব্যাটার অথচ সেই বিরাট কোহলিরই কি না এখনও পর্যন্ত আইপিএল শিরোপা জেতা হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিন বার আইপিএলের ফাইনাল খেলে প্রতিবারই রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কোহলিকে। চলতি আসরেও ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান (৭৪১) সংগ্রাহক। অথচ গতকাল প্লে অফ থেকেই তার দল বেঙ্গালুরুকে বিদায় নিতে হয়েছে।
২০০৮ সাল থেকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন ভারতের এই সাবেক অধিনায়ক। অথচ এই ১৭ বছরে প্রতিবারই হতাশ হতে হয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহককে। অথচ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ সম্ভাব্য প্রায় সব শিরোপাই জেতা হয়েছে তার। কিন্তু ৩৫ বছর বয়সী কোহলির আইপিএল শিরোপার স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে।
এবার তাই ক্যারিয়ারের গোধূলী লগ্নে থাকা কোহলিকে সমাধান হিসেবে দল বদলানোর পরামর্শ দিলেন আইপিএলের ধারাভাষ্যকার ও সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন। বেঙ্গালুরু ছেড়ে কোহলিকে অন্য দলে যোগদানের কথা এর আগেও পিটারসেন বলেছিলেন। তবে গতকাল ফের প্লে অফ থেকে বাদ পড়ার পর আবারও সেই পুরোনো সুরের কথাই মনে করিয়ে দিলেন কেপি।
ম্যাচ শেষে স্টার স্পোর্টসকে সাবেক এই ইংলিশ ব্যাটার বলেন, ‘আমি এ কথাটা আগেও বলেছি, এখন আবারও বলছি – অন্য খেলার অনেক বড় বড় তারকাই সাফল্য পেতে দল পরিবর্তন করেছে। এবারও সে চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে। টুর্নামেন্টে আবারও অরেঞ্জ ক্যাপ জিতেছে কিন্তু দলের হয়ে এতকিছু করার পর দল আবারও ব্যর্থ হয়েছে। সে দলের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে অনেক কাজে লেগেছে, বাণিজ্যিকভাবে সফলতা এনে দিয়েছে কিন্তু এখন তার একটি শিরোপা প্রাপ্য। তাকে এখন ট্রফি জিততে সহায়তা করবে এমন একটি দলে তার যাওয়া উচিত।’
কোহলির দল পরিবর্তনে দিল্লি ক্যাপিটালস ভালো একটি পছন্দ হবে বলে মনে করেন পিটারসেন, ‘আমার মতে তার দিল্লিতে যোগ দেওয়া উচিত। দিল্লিরও বিরাটের মত খেলোয়াড়ের প্রয়োজন আছে। আমি জানি কোহলির বাড়ি দিল্লিতে তাই সেখানে গেলে ও বাড়ির অনুভূতি পাবে। ওর সেখানে পরিবারও আছে, দিল্লিতে যোগ দিলে পরিবারের সঙ্গে সময়ও কাটাতে পারবে সে। কিন্তু দিল্লির ছেলে হয়েও সেখানে সে ফিরছে না কেন? দিল্লিও তো তাকে দলে ভেড়াতে মরিয়া।’
এবার দেখার বিষয়, পিটারসেনের ডাকে কোহলি সাড়া দিয়ে নিজ শহরের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দান করেন কি না। আগামী আইপিএলের আগে বড় ধরনের নিলাম হবে। তাই কোহলি চাইলেই আগামী আসরে তার দল পরিবর্তন করতেই পারেন। সাথে যদি তার ভাগ্যরও কিছু বদল হয়!
আরও পড়ুন: ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলেন সাবেক অজি অধিনায়ক
ক্রিফোস্পোর্টস/২৩মে২৪/এমএস/বিটি