আর সপ্তাহখানেক বাদেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হবে চার-ছক্কার জমজমাট লড়াই। এই লড়াই দেখতে মুখিয়ে আছে দেশের অসংখ্য ক্রিকেটপ্রেমীরা। যেহেতু টুর্নামেন্টটি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে, তাই টেলিভিশনের পর্দায় খেলা দেখতে হবে দেশের ক্রিকেটপ্রেমীদের। তবে কোথায় দেখা যাবে এই ম্যাচগুলো তা নিয়ে সুখবর পাওয়া গেছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি। আজ বৃহস্পতিবার (২৩ মে) এক আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেছেন নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক।
তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে নাগরিক টিভিতে। বাংলাদেশের একমাত্র টেলিভিশন চ্যানেল হিসেবে ম্যাচগুলোর সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।
আগামী অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। আসন্ন এই টুর্নামেন্টের ম্যাচগুলোও নাগরিক টিভিতে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতেও বিভিন্ন ধরনের খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন নাভিদুল হক।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। এই সিরিজের ম্যাচগুলোও সরাসরি সম্প্রচার করছে নাগরিক টিভি।
আরও পড়ুন: টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
ক্রিফোস্পোর্টস/২৩মে২৪/বিটি