ক্রিকেট বিশ্বের অন্যতম নবীন দল যুক্তরাষ্ট্র। আসন্ন বিশ্বকাপের আগে দলটির বিপক্ষে বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে লজ্জায় নাক কাটা গেছে টাইগারদের। প্রথম ম্যাচ হারার পর অবশ্য অনেকেই এটিকে অঘটন হিসেবেই মেনে নিয়েছিল। কিন্তু টানা দুই ম্যাচে হারকে কি আর অঘটন বলা যায়?
গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচেও সাকিব-শান্তদের হারিয়ে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এর মাধ্যমে সিরিজ জয়ও নিশ্চিত করেছে আলি খানরা। তাই গতকালের জয়ের পর অধিকাংশ ক্রিকেট ভক্তের মনেই এখন প্রশ্ন উঠেছে, এটিকে আর অঘটন বলা যাবে কি না! দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় যুক্তরাষ্ট্রের পেসার আলি খান অবশ্য এটিকে অঘটন বলতে রাজি নন।
আলি খান মনে করেন, এটি কোনোভাবেই অঘটন নয়। তাদের দল নিজেদের বুদ্ধিমত্তা, দক্ষতা ও জয়ের তীব্র বাসনার জেরেই টানা জয় তুলে নিতে পেরেছে। এসব কিছুর সমন্বয়েই যুক্তরাষ্ট্রের এই সিরিজ জয়।
এ প্রসঙ্গে এই পেসার বলেন, ‘আমরা ইউএসএকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে তুলে ধরতে চাই। কখনো কোনো বড় দলের বিপক্ষে জয় পেলে অনেক সময়ই তারা এটিকে অঘটন বলে থাকেন। কিন্তু এমন দলকে টানা দুই বার হারিয়ে সিরিজ জেতাকে অঘটন বলা যায় না। আমরা দেখিয়েছি যে, সুযোগ পেলে আমরাও আমাদের দক্ষতা, মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পারি।’
পাকিস্তান বংশোদ্ভূত আলি খান আরও বলেন, ‘আমরা জয় পেতে ক্ষুধার্ত। আমরা যাদের বিপক্ষেই খেলি না কেন, আমাদের লক্ষ্য হলো জয় তুলে নেওয়ার চেষ্টা করা। দলে পরিবর্তন আনার ও ঠিক মত সমন্বয় ঘটানোর এটিই সঠিক সময়। আমাদের দল এখন বেশ ভারসাম্যপূর্ণ। আমরা সবাই জয়ের জন্য ক্ষুধার্ত। আমার মনে হয়, ইউএসএ বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে।’
সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর গতকাল দ্বিতীয় ম্যাচেও সফরকারী বাংলাদেশকে ৬ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বিশ্বকাপের আয়োজক দেশটি। দ্বিতীয় ম্যাচে ২৫ রান খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পেসার আলি খান। আগামীকাল (শনিবার) সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে নাজমুল শান্তর দল।
আরও পড়ুন: ভয় পেতেন ধোনিও, নিজের সম্পর্কে দিলেন অজানা তথ্য
ক্রিফোস্পোর্টস/২৪মে২৪/এমএস/বিটি